কুষ্টিয়ার মিরপুরে শত্রুতা করে চারজন কৃষকের সাড়ে ১১ বিঘা তামাকের জমিতে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে জমির সমস্ত তামাক পুড়ে নষ্ট হয়ে গেছে। ফলে চারজন কৃষক সর্বশান্ত হয়ে গেছেন।

শুক্রবার (১৭ জানুয়ারী) বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিকার চেয়ে স্থানীয় সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক সংলগ্ন ফুলবাড়িয়া ইউনিয়নের শোলাবিলের মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মিরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কুড়িপোল গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আব্দুর সাত্তারের চার বিঘা, মনোহার আলীর ছেলে আব্দুল হালিমের চার বিঘা, নুর মোহাম্মদের ছেলে সিরাজুল ইসলামের দুই বিঘা ও আজিজুল হকের দেড় বিঘা তামাকের ফসল ঘাস পোড়ানোর বিষ দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার বলেন, “বিএটিবি কোম্পানি থেকে ঋণ ও বিঘাপ্রতি জমি ৩০ হাজার টাকায় জমি লিজ নিয়ে তামাক চাষ করেছি। এ তামাক আর কিছুদিন পর ঘরে উঠবে। চার বিঘা তামাক চাষ করতে আমার প্রায় দুই লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন দেনার দায়ে আমার মরা ছাড়া কোনো পথ নেই। আর তা না হলে দেশ ছেড়ে চলে যেত হবে। এখন আমি কী করব? ধার দেনা কী করে পরিশোধ করব? আমার আর কিছুই নেই।”

কৃষক আব্দুল হালিম বলেন, “জেটিআই কোম্পানির কাছে ঋণ ও বিভিন্ন সমিতি থেকে লোন নিয়ে চার বিঘা জমিতে তামাক লাগিয়েছি। সকালে জমিতে এসে দেখি রাতে কে বা কারা ঘাস মারা বিষ দিয়ে আমাদের তামাক পুড়িয়ে দিয়েছে। কার কাছে অভিযোগ দেব? তামাক কোম্পানির লোকজন আমাদের খোঁজ খবর নিচ্ছে না। কৃষি অফিসারকে জানানো হয়েছে। তবে থানায় অভিযোগ করা হয়েছে।”

সিরাজুল ইসলাম বলেন, “ঘাসমারা বিষ দিয়ে এ ক্ষতি সাধন করেছে। আমার দুই বিঘা জমির তামাক শেষ। একবিঘা জমিতে আবাদ করতে ৫০ হাজার টাকা করে খরচ হয়েছে। ধার দেনা করে তামাক পোগানোর জন্য খড়ি কেনা হয়েছে। এ ক্ষতি পুষিয়ে ওঠা খুবই মুশকিল। মিরপুর থানায় অভিযোগ করা হয়েছে।”

আজিজুল হক বলেন, “আমরা গরিব মানুষ। জমি লিজ নিয়ে তামাকের আবাদ করেছি। লোকজন সংবাদ দিলো যে তোমার জমিতে ঘাস মারা বিষ দিয়ে তামাক পুড়িয়ে দিয়েছে। আমরা চারজন কৃষক পাঁচ লাখ টাকা খরচ করে এ তামাকের আবাদ করেছি। শত্রুতা করে জমিতে বিষ প্রয়োগ করে আমাদের সর্বশান্ত করে দিয়েছে। এখন আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।”

এ ব্যাপারে মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, “শোলাবিলের মাঠে চা কৃষকের সাড়ে ১১ বিঘা জমিতে কে বা কারা বিষ প্রয়োগ করে তামাক নষ্ট করে দিয়েছে। ঘটনাটি আমি শুনেছি। ক্ষতিগ্রস্ত কৃষকের সাহায্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “ক্ষতিগ্রস্ত কৃষকেরা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকা/কাঞ্চন/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

অনিয়ম-দুর্নীতির অভিযোগে যশোর আইনজীবী সমিতির চার সদস্যকে সাময়িক বহিষ্কার

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে যশোর আইনজীবী সমিতির চার সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে সমিতির নির্বাহী কমিটির সভায় ওই চারজনের কারণ দর্শানো নোটিশের জবাবের শুনানি শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত সদস্যরা হলেন আইনজীবী আবদুর রাজ্জাক, সৈয়দ কবির হোসেন, রফিকুল ইসলাম রফিক ও তরফদার আবদুল মুকিত। তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আদালতের সব কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এ সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়াতে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ সমিতির নিয়মনীতির ঊর্ধ্বে নন। বৃহস্পতিবার ওই চার সদস্যকে বহিষ্কারের বিষয়টি নোটিশ দিয়ে জানানো হবে।’

সমিতি সূত্রে জানা গেছে, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবির হোসেনের (জনি) কাছে ৩৫ লাখ টাকায় শহরের বারান্দীপাড়া কদমতলা এলাকায় জমি বিক্রি করেন ইমরান হাসান। জমি রেজিস্ট্রির আগে সব টাকা পরিশোধের কথা থাকলেও সৈয়দ কবির হোসেন ১০ লাখ টাকা দিয়েছিলেন। বাকি ২৫ লাখ টাকা না দিয়ে টালবাহানা করতে থাকেন। পরে তিনি আরও ১৭ লাখ টাকা দেন। বাকি ৮ লাখ টাকা চাইলে হুমকি দিতে থাকেন কবির হোসেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ইমরান হাসান আইনজীবী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন।

সমিতির নির্বাহী কমিটির সভায় তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে কবির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় সমিতির সুনাম ক্ষুণ্ন করায় গঠনতন্ত্র অনুযায়ী কবির হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ বিষয়ে আইনজীবী কবির হোসেন বলেন, ‘বহিষ্কারের বিষয়টি আমি শুনেছি। তবে যে বিষয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে, সেই বিষয়ে অভিযুক্ত আমি নই। তারপরও আইনজীবী সমিতি আমার অভিভাবক; তারা যে ব্যবস্থা নিয়েছে, তার বিষয়ে আমার কিছু বলার নেই।’

অন্যদিকে অভয়নগরের নওয়াপাড়ার জয়েন্ট ট্রেডিং করপোরেশন পাওনা টাকা আদায়ে আবদুর রাজ্জাককে মামলার আইনজীবী নিয়োগ দিয়েছিল। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত আবদুর রাজ্জাক আটটি চেকের মামলা পরিচালনা করেন। এসব মামলার রায় ও আপিল বাদীর অনুকূলে যাওয়ার পর আটটি চেকের ৪১ লাখ ১২ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নেন আবদুর রাজ্জাক। এ টাকা জয়েন্ট ট্রেডিং কর্তৃপক্ষকে না দিয়ে তিনি ঘোরাতে থাকেন। চলতি বছরের ৪ জুন তিনি ১৫ লাখ টাকার একটি চেক দেন। চেকটি ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত টাকা না থাকায় নগদায়ন করা যায়নি। টাকা আদায়ে ব্যর্থ হয়ে জয়েন্ট ট্রেডিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওহাব গত ২৮ জুলাই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে যশোর আইনজীবী সমিতি‌ বরাবর অভিযোগ করেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আবদুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ দেয় যশোর আইনজীবী সমিতি। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় আবদুর রাজ্জাককে গঠনতন্ত্র অনুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়। এ ছাড়া রফিকুল ইসলাম রফিক তাঁর সহকর্মীর সঙ্গে অসদাচরণ ও মামলা করতে টাকা ও কাগজপত্র নিয়ে মামলা না করায় সমিতির সুনাম ক্ষুণ্ন করায় সাময়িক বহিষ্কার করা হয়েছে। আইনজীবী তরফদার আবদুল মুকিতের বিরুদ্ধেও নানা ধরনের অভিযোগ রয়েছে। এ কারণে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ