বন্ধুর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
Published: 19th, January 2025 GMT
বন্ধু ইয়াসিনের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল অটোরিকশাচালক রাকিবের। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে একাধিকবার বাগ্বিতণ্ডা হয়। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে তাঁকে বাড়ি থেকে ডেকে নেন। পরে ইয়াসিন ও তাঁর মামাতো ভাই আব্দুর রহমানের সহযোগিতায় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে ও মাথায় কুপিয়ে হত্যা করেন তারা।
ইয়াসিনকে ধরার পর জিজ্ঞাসাবাদ করলেও তিনি এমন তথ্য জানিয়েছেন বলে জানান ঢাকার দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.
হত্যাকাণ্ডের শিকার চালক রাকিব উপজেলার গালিমপুর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে। গ্রেপ্তার দু’জন হলেন উপজেলার আগলা ইউনিয়নের ইয়াসিন ও কৈলাইল ইউনিয়নের আশরাফুল। গতকাল শনিবার নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আশরাফুল আলম।
পুলিশের এ কর্মকর্তা বলেন, গত ১৫ জানুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন রাকিব। তাঁর সঙ্গে ছিলেন বন্ধু ইয়াসিন। এদিন তারা আর বাড়ি ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর ভাই রবিউল হোসেন।
বিষয়টি অনুসন্ধানে নামে পুলিশ। এক পর্যায়ে রাকিবের সঙ্গে থাকা ইয়াসিনকে আটক করার পর মেলে গুরুত্বপূর্ণ তথ্য। পরে শুক্রবার রাতে সন্ধান চালিয়ে আগলা পূর্বপাড়ার একটি নির্জন চক থেকে রাকিবের লাশ উদ্ধার করে পুলিশ।
সিনিয়র সহকারী পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদে ইয়াসিন পুলিশকে জানান, হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে আগলা পূর্বপাড়া চকের নির্জন মাছের খামারের পাশে কচুরিপানা দিয়ে ঢেকে রাখেন। তাদের দেওয়া তথ্যমতে, লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় করা মামলার বাদী রাকিবের বড় ভাই রবিউল হোসেন বলেন, তাঁর ভাই অপরাধ করলে দেশের প্রচলিত আইনে বিচার হতো। তারা ভাইকে হত্যা করল কেন? তিনি জড়িতদের শাস্তি দাবি করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম বলেন, শনিবার আসামিদের আদালতে পাঠানো হয়। ঘটনার সঙ্গে আর কেউ সম্পৃক্ত আছে কিনা, তা জানতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠিয়েছেন আদালত।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!
ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন।
আরো পড়ুন:
মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?
আমি খুব কেঁদেছিলাম: মোহিনী
অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।
ঢাকা/শান্ত