২০ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
Published: 22nd, January 2025 GMT
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০টি কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো—শাশা ডেনিমস, ইনডেক্স অ্যাগ্রো, ন্যাশনাল টিউবস, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), এপেক্স ফুটওয়্যার, ইফাদ অটোস, ম্যারিকো, উসমানিয়া গ্লাস, ওয়ালটন হাইটেক, আরডি ফুড, সিনোবাংলা, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, পদ্মা অয়েল, মুন্নু ফেব্রিক্স, শিপইয়ার্ড ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা, ইস্টার্ন হাউজিং ও নাহি অ্যালুমিনিয়াম।
আরো পড়ুন:
পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ৩ কোম্পানি
কোম্পানিগুলোর মধ্যে আগামী ২৫ জানুয়ারি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও ইবনে সিনা, ২৬ জানুয়ারি এপেক্স ফুটওয়্যার, মুন্নু ফেব্রিক্স ও ইস্টার্ন হাউজিং, ২৭ জানুয়ারি ইনডেক্স অ্যাগ্রো, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), ম্যারিকো, ওয়ালটন হাইটেক, সিনোবাংলা, পদ্মা অয়েল ও নাহি অ্যালুমিনিয়াম, ২৮ জানুয়ারি ন্যাশনাল টিউবস, ২৯ জানুয়ারি উসমানিয়া গ্লাস এবং ৩০ জানুয়ারি শাশা ডেনিমস, ইফাদ অটোস, আরডি ফুড, প্যারামাউন্ট টেক্সটাইল এবং শিপইয়ার্ড ইন্ডাস্ট্রিজের পর্ষদ সভা হবে।
এসব সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।
ঢাকা/এনটি/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে কমিটি
সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (গভর্নেন্স পারফরমেন্স মনিটরিং সিস্টেম- জিপিএমএস)’ বাস্তবায়নে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে তিন সদস্যের উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করেছে সরকার।
সম্প্রতি এই কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটিতে বাকি দুই সদস্য হলেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সরকারি কাজের জবাবদিহিতা, দক্ষতা ও জনকল্যাণ নিশ্চিতে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের মূল্যায়নের নতুন পদ্ধতি চালু হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) পরিবর্তে নতুন সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) চালু করা হয়েছে। এই জিপিএমএস বাস্তবায়নে উপদেষ্টা পরিষদ কমিটি’ গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার), বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের সচিব কমিটিকে সহায়তা করবেন। তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
এ কমিটি জিপিএমএস বাস্তবায়নের বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দেবে। মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসে সেকশন ১-এর আওতায় প্রস্তুত করা পরিকল্পনা অনুমোদন দেবে এবং অর্থবছর শুরুর আগে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএস পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করবে এ কমিটি।
এছাড়া, প্রতি অর্থবছর শেষে মন্ত্রণালয় বা বিভাগের জিপিএমএসের সার্বিক মূল্যায়ন পর্যালোচনা করে সুপারিশ দেবে। জিপিএমএস বিষয়ে সরকারের দেওয়া অন্য যেকোনো দায়িত্ব পালন করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/ইভা