মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে নির্বাচনের গণহত্যা: জামায়াত আমির
Published: 9th, February 2025 GMT
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে মৌলিক সংস্কার প্রয়োজন। মৌলিক কিছু সংস্কার করা না গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এই অবস্থায় নির্বাচন দেওয়া হলে, তা হবে নির্বাচনের জেনোসাইড বা নির্বাচনের গণহত্যা। আমরা এটা চাই না। আমরা চাই, সুষ্ঠু পরিবেশ সৃষ্টির পর নির্বাচন।
রোববার বিকেলে জামায়াতের সিলেট মহানগর শাখা আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুর রহমান বলেন, দেশ স্বাধীনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনও একটু ভালো, কখনও খারাপ হয়েছে। কিন্তু খুব ভালো কখনও ছিল না। খুব ভালো কখনও হবে না। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত সঠিক না হবে। ওই সিদ্ধান্ত যখন সঠিক হবে, সততা ও স্বচ্ছতার ভিত্তিতে হবে, তখন শুধু আইনশৃঙ্খলা নয়; সবকিছুর উন্নতি হবে।
নির্বাচিত সরকার সব সময় ভালো হয় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, নির্বাচিত সরকার দাবি করে গত ১৫ বছর ফ্যাসিস্টরা ক্ষমতা আঁকড়ে ছিল। তারাই তো দেশের এই অবস্থা করে গেছে। সরকার নির্বাচিত হলেই যে ভালো হবে, তা বলা যাবে না। ভালো সরকার হতে হলে ভালো মানুষের দ্বারা সরকার গঠিত হতে হবে। যাদের অতীত ও বর্তমান ভালো, তাদের দিয়েই ভবিষ্যৎ ভালো হবে– এটা আশা করা যায়।
এর আগে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নগর জামায়াতের আমির ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমদ, আব্দুস সালাম আল মাদানী প্রমুখ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ম য় ত আম র সরক র
এছাড়াও পড়ুন:
গাজায় ইসরায়েলি অভিযানের ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব
গাজা সিটিতে ইসরায়েলি স্থল অভিযানের ‘কঠোরতম ভাষায়’ নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।
ইসরায়েল মঙ্গলবার গাজার প্রধান নগর কেন্দ্রের নিয়ন্ত্রণ দখলের জন্য স্থল আক্রমণ শুরু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার জানিয়েছে, মঙ্গলবার ভোরে শুরু হওয়া স্থল অভিযানের আগে তারা ১৫০টি বিমান ও কামান হামলা চালিয়েছে। দুটি সেনা বিভাগ শহরের কেন্দ্রস্থলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনে তৃতীয়টি তাদের সাথে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
এর একদিন পরে সৌদি আরব এই বিবৃতি দিলো।
সৌদি পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে ফিলিস্তিনিদের হত্যা, অনাহার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতের ঘটনা বন্ধ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার জাতিসংঘের তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। তবে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব গাজায় গত দুই বছর ধরে চলা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রায় নীরব ভূমিকা পালন করে আসছে।
ঢাকা/শাহেদ