ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাত আর অপ্রয়োজনীয় প্রকল্প সমার্থক হয়ে উঠেছিল। সরকার–ঘনিষ্ঠরা তাঁদের ইচ্ছেমতো অবকাঠামো প্রকল্প নিয়েছিলেন ব্যক্তিগত স্বার্থে। তবে এর মধ্যে জনহিতকর প্রকল্প যে করা হয়নি, তা নয়। সেসব অতি জরুরি অবকাঠামোও যদি মাসের পর মাস অব্যবহৃত অবস্থায় ফেলে রাখা হয়, তার চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় আর কী হতে পারে?

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রকল্পটি নিঃসন্দেহে জনহিতকর একটি প্রকল্প। কিন্তু ৩৮ কোটি টাকা অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার ১৫ মাস পরও সেটি চালু হয়নি। প্রথম আলোর খবর জানাচ্ছে, এর কারণ হলো, প্রশাসনিক অনুমোদনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে দুই দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো উত্তর মেলেনি।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করতে গেলে তার জন্য প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম, আসবাবসহ আনুষঙ্গিক সুবিধা বাড়াতে হবে। বাস্তবতা হচ্ছে ৫০ শয্যার হাসপাতালটিতে যেখানে চিকিৎসক থাকার কথা ৩২ জন, সেখানে চিকিৎসক আছেন ৮ জন।

নতুন প্রকল্পে ২১ কোটি টাকা ব্যয়ে ছয়তলাবিশিষ্ট মূল ভবন নির্মাণ করা হয়েছে। চিকিৎসক ও কর্মীদের আবাসনের জন্য পাঁচটি আবাসিক ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া একটি অক্সিজেন প্ল্যান্ট ও সরবরাহ লাইনও সংযোজন করা হয়েছে। ফলে হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা গেলে সেখানকার মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছানোর একটা পথ তৈরি হবে। অথচ স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ছয়তলা ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকার কারণে বহুমুখী ক্ষতি হচ্ছে। হাসপাতাল ভবনের রং নষ্ট হয়ে যাচ্ছে। ভবনে স্থাপিত লিফট, শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র ও অক্সিজেন সরবরাহ লাইনও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

এমন একটি অবকাঠামো হেলায় ফেলে রাখা হয়েছে, অথচ পুরোনো ভবনে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে জায়গার সংকটের কারণে ডায়রিয়া ওয়ার্ড খোলা বারান্দায় স্থাপন করতে হচ্ছে। রোগীদের বারান্দা ও ওয়ার্ডের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। শিশু ওয়ার্ডের ভাঙা জানালা দিয়ে হিম বাতাস ঢুকে পড়েছে। প্রশ্ন হচ্ছে, এ রকম বাজে পরিবেশে চিকিৎসা নিয়ে রোগী কি নতুন করে রোগাক্রান্ত হবে না?

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি দ্রুত ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হোক। আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে অন্তত নতুন ভবনটিতে যাতে রোগীরা সেবা পান, সে ব্যবস্থা কীভাবে করা যায়, তার উপায় বের করা দরকার। এত কোটি টাকার অবকাঠামো করার পরও নাগরিকেরা কেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স প রকল প অবক ঠ ম

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ