দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্বপ্নপুরী পিকনিক স্পটে ফের অভিযান চালিয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণের বৈধ কাগজ দেখাতে না পারায় চিড়িয়াখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্য ছাড়াও অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক এবং তাঁর চাচা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ১৯৮৯ সালে নবাবগঞ্জের আফতাবগঞ্জ এলাকায় স্বপ্নপুরী পিকনিক স্পট চালু করেন। অভিযোগ উঠেছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসের জায়গা, কবরস্থান ও বনের জায়গা দখল করে স্পটটি গড়ে উঠেছে। সেখানে অবৈধভাবে পশু সংরক্ষণ করেন তারা।

চাচা ও ভাতিজা প্রভাবশালী রাজনীতিবিদ হওয়ায় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিবলী সাদিক পালিয়ে গেছেন। এর পর থেকে স্বপ্নপুরীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোড়জোড় শুরু হয়। চলতি বছরের ২৬ জানুয়ারি পার্কটিতে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। ৭৪টি বন্যপ্রাণী জব্দ করা হয়। 

এর মধ্যে ২২টি প্রাণীকে বিভিন্ন সরকারি চিড়িয়াখানায় নেওয়া হয়। অবশিষ্ট ৫২টি স্বপ্নপুরী কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়। চার দিনের মধ্যে কর্তৃপক্ষকে বৈধ কাগজপত্র উপস্থাপন করতে বলা হয়। তারা কাগজপত্র দেখাতে না পারায় দ্বিতীয়বার এই অভিযান চালানো হয়। 

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৫টি ভালুক, ৫টি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, ৫টি রাজধনেশ, দুটি শজারু, একটি ভোদড় উদ্ধার করা হয়। 

অভিযানের বিষয়ে জানতে চাইলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও জেলা বন বিভাগের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। 

নাম প্রকাশে অনিচ্ছুক অভিযানে থাকা এক কর্মকর্তা জানান, উদ্ধার প্রাণীগুলোকে গাজীপুর ও ডুলাহাজারা সাফারি পার্কসহ বিভিন্ন বন্যপ্রাণী অভয়ারণ্যের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। স্বপ্নপুরী কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে। 

ওই কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী অনুমোদনহীনভাবে বন্যপ্রাণী সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। তাই বন অধিদপ্তর সব ধরনের অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে। কোথাও বন্যপ্রাণী অবৈধভাবে আটকে রাখার তথ্য পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বন বিভাগ বা বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানোর জন্য অনুরোধ করেন তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস থ

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ