নয়েজ ফিল্টার করতে পারছে কি নতুন প্রজন্ম
Published: 14th, February 2025 GMT
বাংলাদেশ নিয়ে ভাবলেই নতুন প্রজন্মের দিকে তাকিয়ে থাকি। ওদের মাথায় কী ঘুরছে, এবং সেটাই বা কীভাবে কাজ করছে—এসব নিয়ে ভাবি। ওরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছে কি না বোঝার জন্য আমি ওদের সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখি, নিউজ মিডিয়ার কমেন্টগুলো পড়ি, তাদের কথাবার্তা শুনি।
চেষ্টা করি বুঝতে, কী কথা তারা বলতে চাইছে, যেটা আমরা বুঝতে পারছি না। অথবা, কী বলতে পারছে না, যেটা তাদের আসল ভয়েস। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো, নতুন প্রজন্ম অনেক জায়গায় ‘নয়েজ ফিল্টার’ করতে পারছে না। তাদের বন্ধুদের কথাবার্তা, মা–বাবার শাসন, সোশ্যাল মিডিয়ার চাপ, অন্যের চাপে পড়ে নিজে কিছু করে দেখানোর ইচ্ছা তাদের নিজেদের ভয়েসকে হারিয়ে দিচ্ছে।
আমার বন্ধুদের সঙ্গে যখন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি, তখন বুঝতে পারি যে নতুন প্রজন্ম প্রতিদিন যে হাজারও ইনফরমেশন পাচ্ছে, সেগুলোকে তারা ঠিকমতো প্রসেস করতে পারছে না। আমি যখন দেখি আমার পঞ্চাশোর্ধ্ব বন্ধুরাই এই নয়েজ ফিল্টার করতে পারছে না, সেখানে নতুন প্রজন্মের জন্য এটা আরও অনেক গভীরের সমস্যা। তো, সমস্যার শুরুটা কোথায়?
এখন তো আমাদের চারপাশে ইনফরমেশনের বন্যা—ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আরও কত কী! এত ইনফরমেশন নিয়ে আমরা ওভারলোড হয়ে যাচ্ছি। আজকের দিনে প্রত্যেকটা মানুষের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? রাজনীতি নিয়ে যে টানাপোড়েন চলছে, তাতে সবাই একটু চিন্তিত। ট্যাক্স যাচ্ছে বেড়ে প্রতিনিয়ত।
আমরা দেখছি ফেসবুকে কেউ একটা পোস্ট দিল, সঙ্গে সঙ্গে শত শত কমেন্ট। কেউ বলছে এটা ঠিক, কেউ বলছে ওটা ঠিক। টিভি চ্যানেলগুলোতে টক শো চলছে। এক এক্সপার্ট এক কথা বলছে, অন্য এক্সপার্ট অন্য কথা বলছে। ইউটিউবে লাইভ চলছে, সেখানেও শুরু হয়েছে তর্ক-বিতর্ক। এই অবস্থায় একজন সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? কার কথা শুনবে? কীভাবে নিজের ‘ভয়েস’ বের করতে পারবে?
এই সময়ে আমাদের সবচেয়ে বেশি দরকার ঠান্ডা মাথায় চিন্তা করা। বাংলাদেশ এখন ডেভেলপমেন্টের পথে হাঁটছে। দেশ হিসেবে আমরা একা নই। আমাদের অর্থনীতি দিন দিন বাড়ছে। এই সময়ে আমাদের সবার দায়িত্ব হলো দেশের প্রতিষ্ঠানগুলোর কথা ভাবা। কীভাবে সেগুলোকে ঠিকভাবে চালানো যায় সেটা নিয়ে চিন্তা করা। এর পাশাপাশি, রাজনৈতিক অস্থিরতা যেন আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া থামিয়ে না দেয়। কারণ, এই গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়ন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরের প্রজন্মের জন্যও।
তাই তরুণ প্রজন্মের কাছে আমার অনুরোধ—প্রতিটা জিনিস নিয়ে মাথা গরম করবেন না। যেকোনো খবর শোনার সঙ্গে সঙ্গে নিজেকে প্রশ্ন করুন—এটা কতটা বিশ্বাসযোগ্য? এর উৎস কী? এটা শেয়ার করলে কার লাভ? দেশের ক্ষতি হবে কি?
নিজের ক্যারিয়ার, পড়াশোনা, ব্যবসা যেটাই করুন, সেটাতে মনোযোগ দিন। সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা থেকে দূরে থাকুন। নয়েজ ফিল্টার করার জন্য সময় দিন নিজেকে। আজকে যারা অস্থিরতা ছড়াচ্ছে, তারা কি দেশের ভালো চায়? তারা কি চায় আমাদের ডলারের মজুত কমুক? রপ্তানি কমুক? বিদেশি বিনিয়োগ কমুক? বিদেশি পর্যটকেরা না আসুক? এসব প্রশ্ন নিজেকে করুন।
মনে রাখবেন, আপনি যদি সফল হন, দেশও সফল হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন—এটা কি দেশের জন্য ভালো হবে? আমাদের পরের প্রজন্মের জন্য কি ভালো হবে? এভাবে চিন্তা করলে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচা যাবে।
আমাদের টার্গেট হওয়া উচিত কীভাবে আমরা সময়সীমার মধ্যে একটা উন্নত দেশ হতে পারি। কীভাবে আমরা জিডিপি বাড়াতে পারি। কীভাবে আরও বেশি রেমিট্যান্স আনতে পারি। কীভাবে আমাদের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে পারি। এগুলো নিয়ে চিন্তা করলে দেশ এগিয়ে যাবে, আমরাও এগিয়ে যাব।
নয়েজ ফিল্টার করার পূর্বশর্ত হচ্ছে আমাদের নিজেদের শিক্ষাকে নতুন করে ‘মূল্যায়ন’ করা। স্বশিক্ষিত হওয়া। বুঝতে পারা, কীভাবে সামগ্রিকভাবে দেশের ভালো হয়।
রকিবুল হাসান
টেলিকম ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক বইয়ের লেখক
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ফ ল ট র কর প রজন ম র আম দ র র জন য
এছাড়াও পড়ুন:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইটি প্রোগ্রামে ডিপ্লোমা, অনলাইন ও অফলাইনে আবেদন ফি ১০০০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি–জেইউ) ফল–২০২৫ সেশনে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি (পিজিডিআইটি) প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া চলছে।
দরকারি তথ্যআবেদনের পদ্ধতি: অনলাইন ও অফলাইন
আবেদন ফি: এক হাজার টাকা
মোট ক্রেডিট ঘণ্টা: ৩৬ (৩০ ক্রেডিট তত্ত্ব + ৬ ক্রেডিট প্রকল্প)
//////মোট সময় ভর্তি পরীক্ষা তিন ত্রৈমাসিক, ১২ মাস।///////////
আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫আবেদনের যোগ্যতাযেকোনো স্নাতক ডিগ্রিতে ৪ স্কেলে কমপক্ষে ২.৫ সিজিপিএ অথবা দ্বিতীয় শ্রেণির সমমানের ডিগ্রিধারী আবেদনকারীরা ভর্তির প্রক্রিয়ার জন্য যোগ্য।
কোর্সের বিস্তারিতশুক্রবার: পিজিডিআইটি (নিয়মিত) ও পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সব ক্লাস অনুষ্ঠিত হবে।
শনিবার: পিজিডিআইটি (সাইবার সিকিউরিটি)–এর তৃতীয় সেমিস্টার।
আরও পড়ুনহার্ভার্ডের গবেষণা বলছে, মূল্য হারাতে বসেছে ১০ ডিগ্রি২৮ অক্টোবর ২০২৫কোর্সের বিস্তারিত১. ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা রয়েছে।
২. আধুনিক কম্পিউটার ল্যাবে ল্যাবভিত্তিক ক্লাস করানো হবে।
৩. সর্বনিম্ন খরচে কম সময়ে ডিপ্লোমা সম্পন্ন করা যাবে।
৪. জাবির পিএমআইটি প্রোগ্রামে ভর্তির জন্য পিজিডিআইটি স্নাতকদের জন্য কোটা আছে।
পরীক্ষার বিষয়১. আইসিটির মৌলিক বিষয় ২৫ নম্বরের
২. মৌলিক গণিত ২৫ নম্বরের
৩. ইংরেজি ১০ নম্বরের
৪. এমসিকিউ ১ ঘণ্টার, মোট ৬০ নম্বরের পরীক্ষা হবে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা ফি কমছে৩০ অক্টোবর ২০২৫ভর্তির দরকারি তারিখ১. আবেদনের শেষ তারিখ: ১৯ নভেম্বর ২০২৫
২. ভর্তি পরীক্ষার তারিখ: ২১ নভেম্বর ২০২৫ বেলা তিনটায়, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
৩. ফলাফল প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫
৪. ভর্তির সময়: ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর ২০২৫
৫. ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু: ৫ ডিসেম্বর ২০২৫
# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট
আরও পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর২৯ অক্টোবর ২০২৫