রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জি, এমফিল) ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হবে একাডেমিক ফলাফল ও নির্দিষ্ট ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা১৫ ফেব্রুয়ারি ২০২৫যে যে বিভাগে ভর্তির সুযোগ

সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ: সিভিল, পুরকৌশল, পরিবেশ প্রকৌশল; ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ: মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন, গ্লাস অ্যান্ড সিরামিকস; অন্য বিভাগগুলো: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত।

আরও পড়ুনবিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ ৩ ঘণ্টা আগেভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু হয়েছে: ১২ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫

যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ৫ মার্চ ২০২৫

ভর্তি পরীক্ষা গ্রহণ: নিজ নিজ বিভাগ কর্তৃক ৮ থেকে ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে

ফলাফল প্রকাশ: ১৭ মার্চ ২০২৫

ভর্তি ফি: ১,০০০ টাকা (অফেরতযোগ্য)

ক্লাস শুরু: ১২ এপ্রিল ২০২৫

ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন। নির্ধারিত ফি প্রদান ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনস্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষার প্রস্তাব জাহাঙ্গীরনগর উপাচার্যের৩৭ মিনিট আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে

ভিডিও দেখা মানেই এখন ইউটিউব। একসময় এই মাধ্যমে শুধু ২৪০পি বা ৩৬০পি রেজল্যুশনের ভিডিওই দেখা যেত। সময়ের সঙ্গে যুক্ত হয়েছে এইচডি, ফুল এইচডি ও ৪কে রেজল্যুশন। যা ইউটিউবে ভিডিও দেখার অভিজ্ঞতাকে করেছে আরও প্রাণবন্ত। এবার বড় পর্দায় ভিডিওর মান আরও উন্নত করতে গুগল মালিকানাধীন মাধ্যমটি চালু করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন সুবিধা ‘সুপার রেজল্যুশন’।

নতুন এই সুবিধার মাধ্যমে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে কম রেজল্যুশনে আপলোড করা ভিডিওর মান উন্নত করবে। ২৪০পি থেকে ৭২০পি পর্যন্ত ভিডিওগুলো এআই প্রযুক্তির সহায়তায় রূপান্তরিত হবে এইচডি মানে। বড় পর্দায়, বিশেষ করে স্মার্ট টিভিতে, যাতে ভিডিও ঝাপসা বা বিকৃত না দেখায়, সেটিই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।

ইউটিউব জানিয়েছে, ‘সুপার রেজল্যুশন’ ভিডিওর প্রতিটি ফ্রেম বিশ্লেষণ করে ছবির সূক্ষ্মতা ও রঙের ভারসাম্য ঠিক করবে। ফলে পুরোনো বা নিম্নমানের ভিডিও আরও স্পষ্ট ও প্রাণবন্তভাবে দেখা যাবে।

প্রাথমিকভাবে এই সুবিধা ১০৮০পি ভিডিওর জন্য চালু করা হচ্ছে। ধীরে ধীরে এটি ৪কে রেজল্যুশনেও কাজ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা চাইলে এই সুবিধা বন্ধ রাখার সুযোগও পাবেন। এতে ভিডিওর মূল রেজল্যুশন অপরিবর্তিত থাকবে এবং নির্মাতারা আসল ফাইল অক্ষত রাখতে পারবেন।

ভিডিওর মান উন্নয়নের পাশাপাশি ইউটিউব হোমপেজেও আসছে নতুন পরিবর্তন। এখন ব্যবহারকারীরা হোমপেজ থেকেই কোনো চ্যানেলের ভিডিও প্রিভিউ আকারে দেখতে পারবেন। পাশাপাশি মাধ্যমটির ‘শো’ বিভাগ নতুনভাবে সাজানো হচ্ছে, যাতে ধারাবাহিক সিরিজ বা সম্পর্কিত ভিডিও সহজে দেখা যায়। নির্মাতাদের জন্য বাড়ছে থাম্বনেইল আপলোডের সীমা। আগে যেখানে থাম্বনেইলের সর্বোচ্চ ফাইলের আকার ছিল ২ মেগাবাইট, এখন তা বাড়িয়ে করা হয়েছে ৫০ মেগাবাইট। এতে নির্মাতারা ৪কে রেজল্যুশনের উচ্চমানের ছবি থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারবেন।

পাশাপাশি ইউটিউব পরীক্ষামূলকভাবে চালু করছে কিউআর কোডভিত্তিক কেনাকাটার সুবিধা। এই সুবিধা চালু হলে দর্শকেরা ভিডিওতে প্রদর্শিত পণ্যের কিউআর কোড স্ক্যান করে সরাসরি তা কিনতে পারবেন।

সূত্র: টেক্লুসিভ

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইইইতে মাস্টার্স, আবেদন শেষ ১৮ নভেম্বর
  • পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা
  • ইউটিউবে কম রেজল্যুশনের ভিডিও এখন দেখাবে এইচডি মানে