রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এম ইঞ্জি, এমফিল) ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির যোগ্যতা নির্ধারণ করা হবে একাডেমিক ফলাফল ও নির্দিষ্ট ক্ষেত্রে লিখিত পরীক্ষা বা মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতে।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, ফি ৩০০ টাকা১৫ ফেব্রুয়ারি ২০২৫যে যে বিভাগে ভর্তির সুযোগ

সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদ: সিভিল, পুরকৌশল, পরিবেশ প্রকৌশল; ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদ: মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন, গ্লাস অ্যান্ড সিরামিকস; অন্য বিভাগগুলো: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত।

আরও পড়ুনবিদেশে পড়াশোনা, বিশ্ববিদ্যালয়–বিষয় বেছে নিতে অনুসরণ করুন এই ১২ ধাপ ৩ ঘণ্টা আগেভর্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু হয়েছে: ১২ ফেব্রুয়ারি ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫

যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ: ৫ মার্চ ২০২৫

ভর্তি পরীক্ষা গ্রহণ: নিজ নিজ বিভাগ কর্তৃক ৮ থেকে ১৫ মার্চের মধ্যে সম্পন্ন করতে হবে

ফলাফল প্রকাশ: ১৭ মার্চ ২০২৫

ভর্তি ফি: ১,০০০ টাকা (অফেরতযোগ্য)

ক্লাস শুরু: ১২ এপ্রিল ২০২৫

ভর্তি–ইচ্ছুক প্রার্থীরা রুয়েটের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে জমা দিতে পারবেন। নির্ধারিত ফি প্রদান ও প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে আবেদন চূড়ান্তভাবে জমা দিতে হবে।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনস্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষার প্রস্তাব জাহাঙ্গীরনগর উপাচার্যের৩৭ মিনিট আগে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বৃষ্টিতে ভিজতে গিয়ে ছাদ থেকে পড়ে মাইলস্টোন ছাত্রীর মৃত্যু

রাজধানীর আফতাবনগর এলাকায় বাসার ছাদ থেকে পড়ে মাইলস্টোন স্কুলের নবম শ্রেণির ছাত্রী তানহা (১৪) মারা গেছে। গতকাল বুধবার বিকেলে বৃষ্টিতে ভিজতে ছাদে উঠেছিল সে।  

তানহার বোন তাবাসসুম বলেন, বৃষ্টিতে ভেজার সময় হঠাৎ ছাদ থেকে পড়ে যায় তানহা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানহা পাবনা সদর উপজেলার আব্দুস সালামের মেয়ে। আফতাবনগর পাসপোর্ট অফিসের পাশে পরিবারের সঙ্গে থাকত সে।

এদিকে একই দিন দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চ পার্কের পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা যায় ইয়াসিন ওরফে নিরব (১৫)। তার বন্ধু জুবায়ের আহমেদ জানায়, দুপুর আড়াইটার দিকে কয়েকজনের সঙ্গে গোসল করতে নামে নিবর। এ সময় পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে সৈয়দপুরের মৃত এনায়েত হোসেনের ছেলে। গুলিস্তানে ফুটপাতে সে ঘড়ি বিক্রি করত।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, দু’জনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুই ঘটনায় আলাদা থানায় অপমৃত্যুর মামলা হবে।

সম্পর্কিত নিবন্ধ