বান্দরবানে ছাড়া পেলেন অপহৃত ২৫ শ্রমিক
Published: 18th, February 2025 GMT
বান্দরবানের লামার সীমান্তবর্তী এলাকা থেকে অপহৃত ২৫ রাবার শ্রমিককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। দশ লাখ টাকা মুক্তিপণ দিয়ে শ্রমিকদের ছাড়িয়ে আনা হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে একই উপজেলার ফাসিয়াখালী মুরুং ঝিরি পাড়া এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
মুক্তি পাওয়া শ্রমিকরা হলেন- মো. ফারুক, মো. আইয়ুব আলী, মো.
স্থানীয়রা জানান, গত শনিবার রাতে মুরুং ঝিরি পাড়া থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। অভিযানে টের পেয়ে স্থান পরিবর্তন করতে থাকলে ২৬ জনের মধ্যে একজন পালিয়ে আসে। অবশিষ্ট ২৫ জন শ্রমিককে ভোরে দশ লাখ টাকা মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেয় অপহরণকারীরা।
রাবার কোম্পানি মালিক ফোরকান জানান, দশ লাখ টাকা মুক্তিপণের মাধ্যমে শ্রমিকদের ছেড়ে দিয়েছে। ছাড়ার আগে শ্রমিকদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ছেড়ে দেওয়া শ্রমিকদের মধ্যে ১০ জনকে কক্সবাজার জেলার ঈদগাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা এতটা গুরুতর নয় বলে জানান তিনি।
সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, মঙ্গলবার সকালে অপহৃত ২৫ জন রাবার শ্রমিকদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
বান্দরবান পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার বলেন, অপহরণকারীরা শ্রমিকদের ছেড়ে দিয়েছে খবর পেয়েছি। তারা ছাড়া পেয়ে নিজ বাড়িতে চলে গেছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ন দরব ন অপহরণ অপহরণক র র ব ন দরব ন
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম