রিয়াজুল হকের ‘দ্য আর্ট অব পিস’ একুশে বইমেলায়
Published: 20th, February 2025 GMT
গবেষক, লেখক রিয়াজুল হকের নতুন গবেষণাধর্মী বই ‘দ্য আর্ট অব পিস’ অমর একুশে বইমেলায় এসেছে। বইটি অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।
লেখক রিয়াজুল হক বলেন, ‘‘আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে, পবিত্র কুরআন মনে হয় শুধু জান্নাতের শান্তির কথা বলা বলেছে। বিষয়টা আসলে সেরকম নয়। দুনিয়ায় কীভাবে শান্তিতে থাকা যায়, কুরআনে সেই কথাও উল্লেখ আছে। কারণ দুনিয়ায় শান্তিতে না থাকতে পারলে আপনি কোনকিছুই ঠিক মতো করতে পারবেন না। এমনকি ঠিক মতো ইবাদত করার জন্য হলেও শান্তিতে থাকা প্রয়োজন। অর্থাৎ পরকালের প্রয়োজনেই দুনিয়ায় শান্তিতে থাকা দরকার।’’
অন্বেষা প্রকাশনের প্রকাশক মো.
আরো পড়ুন:
একুশে বইমেলায় ফাল্গুনী তানিয়া`র তিন বই
বইমেলায় জোবায়ের মিলনের গল্পগ্রন্থ ‘মাথাহীন মানুষের দেশে’
দ্য আর্ট অব পিস' বইটি অন্বেষার ওয়েবসাইট, রকমারিসহ অমর একুশে বইমেলায় অন্বেষার প্রকাশনের ৭০৯-৭১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
ঢাকা/হাসান/লিপি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর বইম ল য অন ব ষ
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম