বলিউডের পর হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন আন্তর্জাতিক তারকা হিসেবেই খ্যাতি তাঁর। জীবনে নেতিবাচক বিষয় কোনোভাবেই নিজের জীবনে জায়গা দেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কন্যার ভাবনা-চিন্তা, জীবনবোধ ও সম্পর্ক নিয়ে কথা বললেন মা মধু চোপড়া।

মেয়ের ব্যক্তিত্ব সম্পর্কে মধু বলেন, ‘প্রিয়াঙ্কার বাবা জীবনে নেতিবাচক বিষয়কে প্রশ্রয় দিতেন না। প্রিয়াঙ্কাও একই রকম। প্রিয়াঙ্কা তাঁর বাবার কাছ থেকে এই স্বভাব পেয়েছে। ’

নিজের জীবনে কোন মানুষকে জায়গা দেবেন এ বিষয়ে নাকি খুবই সতর্ক থাকেন প্রিয়াঙ্কা। নেতিবাচক মানুষের কোনো জায়গা নেই তার জীবনে। অভিনেত্রীর মা বলেন, ‘পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে, যারা আমাদের একেবারেই পছন্দ করে না। সেই নেতিবাচকতা জীবনে ডেকে এনে কী হবে!’

মধু চোপড়া বলেন, ‘ওর কাউকে অপছন্দ হলে জীবন থেকে ছেঁটে ফেলে দেয়। একবারই এমন হয়েছে যদিও। ওই মানুষটা যদিও এটারই যোগ্য ছিল।’

ছয় বছরের এক সম্পর্কে মন ভেঙেছিল প্রিয়াঙ্কার। অভিনেত্রী নিজেই পরে জানিয়েছিলেন তাঁর মাকে। অভিনেত্রীর এমন সিদ্ধান্তের প্রেক্ষিতেই মেয়েকে নিয়ে এমন মত মায়ের। তবে ঠিক কোন সম্পর্কে কন্যা আঘাত পেয়েছিলেন, তা নিয়ে নিশ্চিত নন মধু।

প্রেমের সম্পর্ক নিয়ে প্রিয়াঙ্কা নিজেই এক সাক্ষাৎকারে বলেন, ‘এক সময়ে আমি পর পর সম্পর্কে জড়িয়ে পড়ছিলাম আমার সহ-অভিনেতাদের সঙ্গে। নিজেকে সেরে ওঠার কোনো সময়ই দেইনি। সম্পর্ক নিয়ে নিজের একটা ধারণা ছিল। সেই ধারণার সঙ্গে সেই প্রেমিকদের খাপ খাওয়াতে চাইতাম।’ সূত্র: আনন্দবাজার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জ বন

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহ উদ্ধার

ফতুল্লায় ৪৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ মে) সকালে ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন পয়:নিস্কাশন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে ড্রেন থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে।

তার বিস্তারিত নাম পরিচয় জানার চেষ্টা চলছে। তার পড়নে লুঙ্গি ও শার্ট ছিল। প্রাথমিকভাবে শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে কোনো একসময় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 
 

সম্পর্কিত নিবন্ধ