ভারতে আসতে যাচ্ছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা, এ খবর এখন অনেকেরই জানা। এবার জানা গেল, ভারতের কোন শহরে টেসলার প্রথম বিক্রয় কেন্দ্র হতে যাচ্ছে, তা–ও একরকম ঠিক হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে মহারাষ্ট্রের মুম্বাইয়ে খুলতে চলেছে ইলন মাস্কের কোম্পানি টেসলার প্রথম বিক্রয়কেন্দ্র। এ ছাড়া মহারাষ্ট্রেই প্রথম কারখানা করতে চায় টেসলা।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মতো অভিজাত এলাকায় খোলা হবে টেসলার এই বিক্রয়কেন্দ্র। ইতিমধ্যে জায়গা চিহ্নিত করা হয়েছে। এ–সংক্রান্ত চুক্তিও চূড়ান্ত হয়ে গেছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। মুম্বাইয়ের পর ভারতের রাজধানী নয়াদিল্লিতে দ্বিতীয় বিক্রয়কেন্দ্র খুলবে টেসলা। খবর হিন্দুস্তান টাইমসের।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি বাণিজ্যিক ভবনে চার হাজার বর্গফুটের জায়গা নিচ্ছে টেসলা। সেখানেই হবে টেসলার প্রথম বিক্রয়কেন্দ্র। এই বিক্রয়কেন্দ্রের ভাড়া হতে পারে মাসে ৩৫ লাখ রুপি। ওই জায়গা পাঁচ বছরের জন্য লিজ নিয়েছে টেসলা। লিজ নেওয়ার প্রক্রিয়াও শেষ হয়েছে বলে সংবাদে উল্লেখ করা হয়েছে। দিল্লির এরোসিটি কমপ্লেক্সে হবে টেসলার দ্বিতীয় বিক্রয়কেন্দ্র।

অনেক দিন ধরেই ভারতে আসি আসি করছিল টেসলা। এর আগে একাধিকবার ভারতে আসার পরিকল্পনা বাতিলও করেছেন ইলন মাস্ক। অভিযোগ, ভারতের বাজারে শুল্ক বেশি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বরফ গলতে শুরু করেছে।

ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের পর ইলন মাস্কের কোম্পানি টেসলার ভারতে আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। ২০২৪ সালেই ভারতে টেসলা বিক্রয়কেন্দ্র খুলতে পারে বলে জানা গিয়েছিল, কিন্তু আমদানি শুল্ক–সংক্রান্ত জটিলতার জেরে তা থমকে যায়। এমনকি ভারত সফরও বাতিল করেছিলেন মাস্ক। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। ট্রাম্পের চাপের মুখে মার্কিন পণ্যের আমদানি শুল্ক কমিয়েছে মোদি সরকার। এরপরই ভারতে বিক্রয়কেন্দ্র খোলার পদক্ষেপ নিতে শুরু করে মাস্কের সংস্থা টেসলা। প্রাথমিকভাবে জার্মানির কারখানায় তৈরি বৈদ্যুতিক গাড়ি ভারতে বিক্রি হবে। এর মধ্যে টেসলা ভারতে কারখানা খুলবে বলেও আলোচনা চলছে।

সংবাদে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরির জন্য টেসলার পছন্দের তালিকায় প্রথমে আছে মহারাষ্ট্র। এর পাশাপাশি টাটা মোটরসের সঙ্গেও যৌথভাবে বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য আলোচনা করছে টেসলা। টেসলা যে ভারতে নিজেদের কার্যক্রম বিস্তৃত করতে চাইছে, সেটা তাদের একাধিক কার্যক্রম থেকেই স্পষ্ট। ভারতে নিয়োগের জন্য লিঙ্কডইনে বিজ্ঞপ্তি দিয়েছে টেসলা।

২০২১ সালে মুম্বাইয়ের লোয়ার প্যারেলে টেসলার বিক্রয়কেন্দ্র খোলার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। ২০২৩ সালেও ভারতে আগমন নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেসলা কর্তৃপক্ষের আলোচনা হয়েছিল। ২০২৪ সালের এপ্রিলে ভারতে আসার কথা ছিল মাস্কের। কিন্তু শেষ মুহূর্তে ভারত সফর বাতিল করেন বিশ্বের ধনীতম ব্যক্তি। আমদানি শুল্ক নিয়ে জটিলতার কারণেই টেসলার ভারতে আগমন বারবার ভেস্তে গেছে বলে জানা গেছে। নরেন্দ্র মোদির সাম্প্রতিক মার্কিন সফরের পর উচ্চ মূল্যের গাড়িতে আমদানি শুল্ক কমানোর কথা ঘোষণা করেছে সরকার।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ক রয়ক ন দ র খ ল ইলন ম স ক র প রথম ব ক র জন য আমদ ন

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ