জুলাই বিপ্লবের সময় বিক্ষোভ দমনে হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল। গুলি ছোড়া ছাড়াও এই গ্রেনেডের বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছিল। আমি নিজে ১৯ জুলাই-২৯ জুলাই কর্মসূত্রে কাজের প্রয়োজনে বাড়ি থেকে বের হলে সাউন্ড গ্রেনেড চার্জের মুখে পড়ি কয়েকবার। সবচেয়ে বেশি আতঙ্কে পড়েছিলাম রাজধানীর কুড়িল বিশ্বরোডের একটি বিক্ষোভের সময়। সাউন্ড গ্রেনেডের শব্দ এখনও কানে ধরে আছে মনে হয়। সেদিনের ভয়াবহ অভিজ্ঞতা আজও আমাকে তাড়া করে। নাগরিক হিসেবে আমার প্রশ্ন, একটি স্বাধীন দেশের আইনশৃঙ্খলা বাহিনী কীভাবে তাদের জনগণের ওপর এমন ভয়ংকর হাতিয়ার ব্যবহার করতে পারে? সেই সময়ের কিছু সংবাদ আমাদের এখনও ভয় দেখায়। আমরা দেখেছি ‘সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ’ (প্রথম আলো, ৩১ জুলাই); ‘পুলিশ ছাড়াও ছিল গুলির অন্য উৎস’ সমকাল (২৫ জুলাই, ২০২৪); ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের কফিন মিছিল, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ’ (প্রথম আলো, ১৭ জুলাই); ‘শিক্ষার্থীদের বিক্ষোভ: প্রত্যক্ষদর্শীরা দেখলেন সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ, পুলিশ বলছে ককটেল’ (প্রথম আলো, ৩০ জুলাই)– এমন অসংখ্য সংবাদ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে উন্মুক্ত প্রান্তরে পুলিশ সাউন্ড গ্রেনেডের মাধ্যমে নিজের উপস্থিতি প্রমাণ করেছিল।
জুলাই-আগস্ট আন্দোলনে সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আমরা ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে পুলিশকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে দেখেছি। টিভিতে দেখেছি, পত্রিকায় ছবি দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনী দাবি করেছিল, তারা জনসাধারণের ক্ষতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করেছে। তবে আমরা দেখেছি এ সময়ের মধ্যে বাড্ডা, নারায়ণগঞ্জসহ অন্যান্য এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। অনেকেই অপ্রত্যাশিতভাবে আহত হয়েছেন। এমন আচরণের কারণে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা কমেছে। আন্দোলনের দুই মাসের বেশি সময় হয়ে গেলেও সংস্কারের বিষয় নিয়ে কোনো আলাপ বা কমিশন হয়নি, যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
বাংলাদেশে সাউন্ড গ্রেনেড
২০২৩ সালের সেপ্টেম্বরে সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ পুলিশ সাউন্ড গ্রেনেডসহ অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম কেনার জন্য দরপত্র আহ্বান করে। তখন প্রায় ৫২ হাজার সাউন্ড গ্রেনেড কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়, যার বাজেট ধার্য করা হয়েছিল প্রায় ২০ লাখ টাকা। এর আগেও, ২০১৬ সালে পুলিশ জরুরি ভিত্তিতে ব্রাজিল থেকে সাউন্ড গ্রেনেড আমদানি করেছিল, যা দাঙ্গা ও সহিংসতা দমনে ব্যবহার করা হয়। ২০০৯ সালে চীন থেকে ৫০ হাজার সাউন্ড গ্রেনেড আমদানি করারও উদ্যোগ নেওয়া হয়েছিল।
শরীর ও মনের ওপর প্রভাব
সাউন্ড গ্রেনেড, যা ফ্ল্যাশবাং নামেও পরিচিত। সাধারণত সামরিক ও পুলিশ বাহিনী এই গ্রেনেড ব্যবহার করে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। এই একটি ধ্বংসাত্মক অস্ত্র বেশ উচ্চমাত্রার শব্দ তৈরি করে। প্রায় ১৭০-১৮০ ডেসিবল ভয়ানক শব্দ তৈরি হয়। আর উজ্জ্বল আলোর ঝলক সৃষ্টি করে। এই গ্রেনেডের প্রভাব মানবদেহের ওপর ভয়াবহ হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, সাউন্ড গ্রেনেডের উচ্চমাত্রার শব্দে ক্ষণস্থায়ী বা স্থায়ীভাবে শ্রবণশক্তি হারাতে পারে যে কেউ। শিশুদের ওপর এর প্রভাব বেশি। সাউন্ড গ্রেনেডের হঠাৎ বিকট শব্দ ও আলোর ঝলক মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের কাজ বিঘ্নিত করে। এর ফলে সাময়িক অস্থিরতা, মাথা ঘোরা ও ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। এটি মানসিক আঘাতও সৃষ্টি করতে পারে, বিশেষত যারা পিটিএসডি বা মানসিক চাপে ভুগছেন, তাদের মধ্যে এই প্রভাব গুরুতর হয়।
নাগরিকের প্রশ্নের উত্তর কে দেবে
এই ধরনের সরঞ্জাম আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে ব্যবহার করেছে। প্রশ্ন উঠবেই, একটি স্বাধীন দেশে নাগরিকদের ওপর এ রকম কৌশল কতটা ন্যায়সংগত। আমাদের জানতে হবে, এ ধরনের সহিংস পদ্ধতি কি সত্যিই জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর, নাকি এটি জনগণের ওপর শক্তি প্রদর্শনের হাতিয়ার? সাউন্ড গ্রেনেডের ব্যবহার, বিশেষত বিক্ষোভ ও জনসমাবেশ নিয়ন্ত্রণে বিতর্কিত ও সমালোচিত বিষয়। এই ধরনের সরঞ্জাম আধুনিক গণপ্রজাতন্ত্রে ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
নিষিদ্ধের আবেদন
যে করেই হোক রাজনৈতিক উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড ব্যবহার বন্ধ করতে হবে। সাউন্ড গ্রেনেডকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রাজনৈতিক দমনের হাতিয়ার হিসেবে এই গ্রেনেড ব্যবহারের মাধ্যমে জনসাধারণের ভয়ভীতি ও চাপ সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করতে হবে, কিন্তু এ ধরনের অস্ত্রের অপব্যবহার রাজনৈতিক স্বার্থে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। আমরা সংস্কারের অংশ হিসেবে পুলিশের কেনাকাটায় উন্মুক্ত পদ্ধতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবি করছি। পুলিশের মতো রাষ্ট্রীয় বাহিনীর সব ধরনের ক্রয় ও অস্ত্রশস্ত্র কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটার ক্ষেত্রে বিশাল বাজেট ব্যয় হয়। এ ধরনের বাজেট বরাদ্দের জন্য উন্মুক্ত দরপত্র ও স্বচ্ছ প্রক্রিয়ার প্রয়োজন, যাতে জনগণের ট্যাক্সের অর্থ সঠিকভাবে ব্যবহার হয় এবং কোনো ধরনের অপচয় বা দুর্নীতি না ঘটে। পুলিশের কেনাকাটা উন্মুক্ত না থাকলে, এটি জনমনে সন্দেহের জন্ম দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা কমায়।
মানবিক প্রশিক্ষণের আবেদন
পুলিশ সদস্যদের মানবিকতার প্রশিক্ষণ দিতে হবে। পুলিশকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তুলতে হলে তাদের মানবিক গুণাবলি ও দায়িত্বশীল আচরণের ওপর জোর দেওয়া জরুরি। শুধু শক্তি প্রয়োগ বা অস্ত্রের ব্যবহারই নয়, মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দায়িত্ব পালন করতে হবে। তাদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা জনগণের প্রতি সহানুভূতিশীল ও দায়িত্বশীল থাকে। বিশেষ করে শান্তিপূর্ণ বিক্ষোভ ও জনসমাবেশের সময় পুলিশকে বেশি ধৈর্যশীল হতে হবে। বিক্ষোভ বা জনসমাবেশ দমনে অপ্রয়োজনীয়ভাবে ভয়ংকর সরঞ্জাম ব্যবহার না করে বিকল্প মানবিক পদ্ধতির প্রয়োগ করা উচিত। পুলিশের অস্ত্র ব্যবহারের বিষয়টিকে আইনের কঠোর নিয়মের মধ্যে আনতে হবে। পুলিশ বাহিনীকে অবশ্যই একটি আইনি কাঠামোর মধ্যে রেখে অস্ত্রের ব্যবহার করতে হবে। এমন বিধ্বংসী সরঞ্জাম ব্যবহারের অনুমোদন দেওয়ার আগে সুনির্দিষ্ট আইন ও প্রবিধান থাকা প্রয়োজন, যা নিশ্চিত করবে যে পুলিশ শুধু জরুরি পরিস্থিতিতে এ ধরনের অস্ত্র ব্যবহার করবে। এভাবে পুলিশের অস্ত্র ব্যবহারে একটি সুষ্ঠু এবং নিয়ন্ত্রিত পদ্ধতি নিশ্চিত করা যাবে, যা নাগরিকদের বিরুদ্ধে অপ্রয়োজনীয়ভাবে শক্তি প্রয়োগের পথ বন্ধ করবে।
দায়িত্বশীল নাগরিক হিসেবে পুলিশ সংস্কারের দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটি মানবিক, দায়িত্বশীল এবং স্বচ্ছ আইনশৃঙ্খলা বাহিনী চাই। এমন বাহিনী প্রতিষ্ঠা করা প্রয়োজন, যার মাধ্যমে জনগণ ও রাষ্ট্রের মধ্যে আস্থার সম্পর্ক দৃঢ় হবে। সাউন্ড গ্রেনেডের ব্যবহার শুধু জনগণের জন্য ক্ষতিকর নয়, এটি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও হুমকি। তাই এ ধরনের অস্ত্র ব্যবহারে কড়া নিয়ম প্রয়োজন ও দ্রুত প্রয়োগ বন্ধ করতে হবে।
জাহিদ হোসাইন খান: এমফিল গবেষক, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
zahid.
উৎস: Samakal
কীওয়ার্ড: স উন ড গ র ন ড গ র ন ড ব যবহ র ব যবহ র কর ন শ চ ত কর এই গ র ন ড ব যবহ র র জনসম ব শ র জন ত ক এ ধরন র সরঞ জ ম জনগণ র র জন য হয় ছ ল র ওপর
এছাড়াও পড়ুন:
ট্রাম্প কানাডাকে ‘ভেঙে ফেলতে’ চেয়েছিলেন
সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পরে সোমবার রাতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেছেন। তিনি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ‘ভেঙে ফেলতে’ চেয়েছিলেন।
লিবারেলদের এই বিজয় এক অলৌকিক রাজনৈতিক পুনরুত্থান এবং কার্নির জন্য একটি যুগান্তকারী বিজয় হিসেবে চিহ্নিত করা হচ্ছে। কারণ কার্নির পূর্বসুরি জাস্টিন ট্রুডোর সরকারের ওপর সমর্থন তুলে নিয়েছিল জগমিত সিংয়ের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থি নিউ ডেমোক্রেটিক পার্টি। এর পর গত বছরের ডিসেম্বরে হঠাৎ করে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। এক সপ্তাহের মধ্যে লিবারেল পার্টির ২১ এমপি ট্রুডোকে পদত্যাগ করতে প্রকাশ্যে আহ্বান জানান। জনগণের চাপে ক্ষমতা ছাড়তে বাধ্য হন ট্রুডো। পরে ঘোষণা আসে আগাম নির্বাচনের।
ট্রাম্প নির্বাচিত হওয়ার পর কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। কানাডার সার্বভৌমত্ব নিয়েও হুমকি দিতে ছাড়েননি তিনি। দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প।
কার্নি তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, ট্রাম্প “আমাদের ভেঙে ফেলতে চান, যাতে আমেরিকা আমাদের মালিক হয়। তবে এটা কখনও হবে না।”
তিনি বলেন, “আমেরিকান বিশ্বাসঘাতকতার ধাক্কা আমরা কাটিয়ে উঠেছি। কিন্তু আমরা কখনই শিক্ষা ভুলব না।”
নতুন প্রধানমন্ত্রী বলেন, “যদিও আমরা সরকারকে জবাবদিহি করার এবং আরও ভালো বিকল্প প্রস্তাব করার আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করব, তবুও আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক এবং অন্যান্য দায়িত্বজ্ঞানহীন হুমকি উপেক্ষা করার সময় কানাডাকে সবসময় প্রথমে রাখব।”
দলের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “রক্ষণশীলরা বিতর্কে নেতৃত্ব দিচ্ছেন এবং আমরা সারা দেশে আমাদের জনগণের জীবন উন্নত করার জন্য সর্বোত্তম যুক্তিগুলো তুলে ধরতে থাকব।”
ঢাকা/শাহেদ