ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে চাঁদার টাকা না পেয়ে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৭ মার্চ) সকালের ওই ঘটনায় আহত গৃহবধূ আক্তারী বেগমকে (৩৫) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. করিম মিয়া থানায় মামলা করেছেন।

আক্তারী বেগম জানান, শুক্রবার সকালে তিনি নিজ জমিতে মাটি ভরাটের কাজ করছিলেন। এসময় স্থানীয় আয়নাল বেপারী ও তার সঙ্গীরা চাঁদার টাকা দাবি করে তার কাজে বাধা দেন। টাকা না দেওয়ায় আয়নালের নেতৃত্বে তারা লোহার রড ও লাঠি দিয়ে আক্তারী বেগমকে মারধর করেন। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরো পড়ুন:

নড়াইলে বিএনপি অফিসে ‘বোমা’ হামলা, আহত ৩

কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে মৃত্যু, আটক ৫

সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব জানান, "আহতের স্বামীর দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.

সুমন রায় বলেন, ‌“আক্তারী বেগমের মুখে ও শরীরে কয়েকটি স্থানে কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পর্যবেক্ষণের পর তাকে বাড়িতে পাঠানো হবে।”

সদরপুর থানার ওসি আব্দুল মোতালেব বলেন, ‍“আহতের স্বামীর দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তামিম/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ সদরপ র উপজ ল ক ত কর ঘটন য়

এছাড়াও পড়ুন:

বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...

গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।

একনজরে সিনেমা: ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ স্ট্রিমিং: নেটফ্লিক্স ধরন: ড্রামা, ক্রাইম থ্রিলার রানটাইম: ১ ঘণ্টা ৩২ মিনিট পরিচালক: সাইমন স্টোন অভিনয় : কিরা নাইটলি, গাই পিয়ার্স, ডেভিড আজালা, গিটে উইট, আর্ট মালিক, হান্নাহ ওয়াডিংহাম, কায়া স্কোডেলারিও

লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।

‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স

সম্পর্কিত নিবন্ধ