সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন হচ্ছে ক্রীড়াঙ্গনের বিভিন্ন স্থাপনার নাম। সেই ধারাবাহিকতায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শুক্রবার এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশু রিয়া গোপ। মাত্র ছয় বছর বয়সী রিয়া পরিবারের সঙ্গে বাসার ছাদে দাঁড়িয়ে থাকাকালীন গুলিতে আহত হয় এবং পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই করুণ ঘটনার স্মরণে ক্রীড়া স্থাপনার নামকরণ করা হয়েছে রিয়া গোপের নামে।

শুধু এই একটি স্থাপনাই নয়, আরও কয়েকটি ক্রীড়া স্থাপনার নামেও পরিবর্তন এনেছে সরকার। পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্স এখন থেকে পরিচিত হবে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ নামে। একইভাবে রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’।

এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম থেকেও ‘শেখ কামাল’ নামটি বাদ দেওয়া হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কমপ ল ক স

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ