নিজেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই পরিচয় দিয়ে এক যুবকের কাছে থেকে দুটি ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাষাড়া ফাঁড়ির এক কনস্টেবলের বিরুদ্ধে। ট্রু-কলার সফটওয়্যারের মাধ্যমে জানাগেছে ওই কনস্টেবলের নাম সুজন খান। তিনি চাষাড়া ফাঁড়ির গাড়ি চালক। 

ভুক্তভোগী জানান, সুজন খান মানে ব্যক্তি ফোন দিয়ে আমার ফোনটি দিয়ে দিতে বলে। আমি ক্যাশ মেমো দেখালেও এটা চোরাই ফোন দাবি করে আমাকে হয়রানি করতে থাকে। তার হয়রানিতে বিরক্ত হয়ে ফোনটি দিয়ে পাঠাই। কিন্তু ভুলে অন্য ফোন দিয়ে দেই।

পরবর্তিতে  পুনরায় তার দাবি করা ফোনটি নিয়ে গেলে দুইটি ফোনই রেখে দেয়। একই সাথে আমার কাছে চাঁদা দাবি করেন। 

এ বিষয়ে জানতে সুজন খানকে কল দিলে এই প্রতিবেদককেও হয়রানির হুমকি দিয়ে বলেন, কল দিয়েছেন এতে আপনিও বিপদে পড়বেন। একটি ফোন ফেরত দিতে বললে ফোন কেটে দেয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ