অ্যাপল নিজস্ব অপারেটিং সিস্টেম (আইওএস) ১৮.৩.২ সংস্করণ আপডেট করেছে। কয়েকটি সিরিজের আইফোনে নিরাপত্তা বাড়ানো ছাড়াও বাড়তি সুবিধা দেবে নতুন আপডেট। আইফোন এক্সএস থেকে অবমুক্ত হওয়া আইফোন ১৬-ই সিরিজের সব মডেলেই নতুন সংস্করণ আপডেট করা যাবে। কিছুদিন ধরে আইফোনে নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটির অভিযোগ বেশ সরব। অ্যাপল কর্তৃপক্ষ জানায়, সাফারি ব্রাউজারে রিয়েল টাইম সিকিউরিটি আক্রমণ হয়েছে। সব ধরনের আক্রমণ ওয়েব কনটেন্টে ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিল অ্যাপল-সংশ্লিষ্টরা। নিরাপত্তা-সংক্রান্ত ঝুঁকি কমাতে আইওএস ১৮.
উৎস: Samakal
কীওয়ার্ড: স স করণ আপড ট আইফ ন
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স