পপ অব কালারের উদ্যোগে বর্ণাঢ্য নারী দিবস উদ্যাপন
Published: 22nd, March 2025 GMT
নারীর শক্তি, সাফল্য আর সম্ভাবনা প্রকাশে বর্ণিল উৎসবের আয়োজন করেছে নারীকেন্দ্রিক ফেসবুক প্ল্যাটফর্ম ‘পপ অব কালার’। সম্প্রতি রাজধানীর আমারি হোটেলে আয়োজিত ‘নারী দিবস উদ্যাপন–২০২৫’ অনুষ্ঠানে অংশ নেন দুই শতাধিক নারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডকম লিমিটেডের চেয়ারপারসন গীতি আরা সাফিয়া চৌধুরী। তিনি বলেন, ‘নারীরা এখন শুধু স্বপ্ন দেখে না, তারা সেই স্বপ্ন পূরণ করেও দেখাচ্ছে।’ এ সময় নারীদের পথচলায় পরিবারের সহযোগিতা নিয়ে স্মৃতিচারণা করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, গ্রামীণ ড্যানোন শক্তির সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডেইলি স্টার–এর চিফ বিজনেস অফিসার তাজদিন হাসানসহ বিভিন্ন খাতের ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে নারীদের অনুপ্রেরণামূলক যাত্রাকে সম্মান জানাতে ‘পপ অব কালার অনন্যা সম্মাননা–২০২৫’ দেওয়া হয়। ১০টি ভিন্ন বিভাগে সেরা ১০ জন নারীকে এই সম্মাননায় ভূষিত করা হয়, যাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অনন্যা সম্মাননাজয়ীরা হলেন ‘অঙ্কিতা’ ক্যাটাগরিতে ফারহানা শারমিন, ‘অন্বেষা’ ক্যাটাগরিতে ফারহানা রাহমান, ‘উজ্জ্বলা’ ক্যাটাগরিতে নিশীতা মিতু, ‘অপর্ণা’ ক্যাটাগরিতে ওয়ালিনা চৌধুরী, ‘স্বাতী’ ক্যাটাগরিতে মেনাল চৌধুরী এবং গুল রেহান শান্তা, ‘ত্রিনেত্রা’ ক্যাটাগরিতে জেনিফার বিনতে হক, ‘পূর্ণভা’ ক্যাটাগরিতে মৌনতা আলম, ‘ইন্দ্রজালের আলো’ ক্যাটাগরিতে শারমিন আক্তার, ‘সুকৃতি’ ক্যাটাগরিতে প্রমা আজিজ এবং ‘বহ্নিশিখা’ ক্যাটাগরিতে সায়েদা সালেহা নূর।
এ ছাড়া একই অনুষ্ঠানে ‘পপ অব কালার সেরা নারী উদ্যোক্তা–২০২৫’ ক্যাটাগরিতে ১১ জন নারীকে স্বীকৃতি দেওয়া হয়, যাঁরা নিজেদের উদ্যোগকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করে চলেছেন।
সেরা নারী উদ্যোক্তার সম্মাননাজয়ীরা হলেন ‘দেশীয় পণ্য ও হস্তশিল্প’ ক্যাটাগরিতে আফসানা রাশিদ, ‘কসমেটিকস’ ক্যাটাগরিতে ফাতেমা খান, ‘মেকআপ আর্টিস্ট’ ক্যাটাগরিতে সাদিয়া আফরোজ, ‘রাঁধুনি’ ক্যাটাগরিতে ওয়াসিকা তাসনিম, ‘পোশাক, কাপড় ও ফ্যাশন’ ক্যাটাগরিতে মাইমুনা বিনতে রেজা, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’ ক্যাটাগরিতে রাজিয়া হক, ‘হোম ডেকোর আর্টস অ্যান্ড ক্রাফট’ ক্যাটাগরিতে দিলরুবা রূপা, ‘জুয়েলারি অ্যান্ড ব্যাগ’ ক্যাটাগরিতে তাসনিয়া আরা, ‘কনটেন্ট ক্রিয়েটর’ ক্যাটাগরিতে জিনিয়া আলম এবং ‘ডিজিটাল সার্ভিস’ ক্যাটাগরিতে সাবিনা ইয়াসমিন।
সম্মাননা প্রদানের পাশাপাশি এই আয়োজনকে কার্যকরী করতে নারীদের জন্য চারটি আকর্ষণীয় সেশনের আয়োজন করা হয়। এগুলো হলো সফল উদ্যোক্তাদের গল্প ও তাঁদের সাফল্যের রহস্য নিয়ে ‘প্রেরণার পথপ্রদর্শক’, আধুনিক যুগের ডিজিটাল বিপণনে নারীর ভূমিকা নিয়ে ‘ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ’, সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি নিয়ে ‘স্কিন ও হেয়ার কেয়ার ওয়ার্কশপ’ এবং প্রফেশনাল মেকআপ ট্রেনিং নিয়ে ‘মেকআপ ওয়ার্কশপ’।
আয়োজনটি সম্পর্কে পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত বলেন, ‘নারীর সাফল্য শুধু তার একার নয়, এটি গোটা সমাজের অগ্রগতির প্রতীক। আমরা এই উদ্যাপনের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।’
অনুষ্ঠানের টাইটেল স্পনসর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘জুঁই’, কো-স্পনসর ফার্ম ফ্রেশ ও মুন্নু সিরামিক, ইন অ্যাসোসিয়েশন উইথ ‘শক্তিপ্লাস’ ও ডেইলি স্টার, বেভারেজ পার্টনার ‘মোজো’, লজিস্টিক পার্টনার ‘ই-কুরিয়ার’ এবং ফটোগ্রাফি পার্টনার ‘ড্রিম ওয়েভার’।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংক নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, করুন আবেদন, বেতন ৫২ হাজার
বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০-এর মধ্যে কমপক্ষে সিজিপিএ–৩.০০ বা প্রথম শ্রেণি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৫.০০ অথবা ও লেভেলে ৩টি ‘এ’ ও ২টি ‘বি’ এবং এ লেভেলে একটি ‘এ’ ও একটি ‘বি’ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কম্পিউটারে দক্ষতাসহ এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেটের কাজ জানতে হবে। উপস্থাপনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নিয়োগের পর থেকে অন্তত পাঁচ বছরের এই ব্যাংকে চাকরি করার মানসিকতা থাকতে হবে।
আরও পড়ুনবেসরকারি ব্যাংক নেবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, বেতন ৩০,০০০ টাকা২৭ এপ্রিল ২০২৫বয়স: ৩০ এপ্রিল ২০২৫ সর্বোচ্চ ৩২ বছর।
বেতন-ভাতা: এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫২,৪০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। প্রবেশনকাল শেষে এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৭,৯০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের এক্সিম ব্যাংকের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫