সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগের শৌচাগারের পাইপ থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ মার্চ) দুপুরে এ মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে হাসপাতালের শৌচাগারের পাইপ থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা.

শারমিন আক্তার তিথী বলেন, সকালে হাসপাতালের জরুরী বিভাগে রোগীদের শৌচাগারের পাইপ জ্যাম হয়ে গেছে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। 

পরে পাশে নির্মাণাধীন আরেকটি শৌচাগারের পাইপ দিয়ে মেরামত করতে গেলে হাসপাতালের লোকজন নবজাতকের মরদেহটি পাইপের ভেতর দেখতে পায়। 

তিনি আরও বলেন, হাসপাতালের ভেতর থেকে না কি বহিরাগত কেউ ফেলে দিয়ে গেছে- তা এখনো আমরা নিশ্চিত নই। মরদেহটি দেখার সঙ্গে সঙ্গেই থানা পুলিশকে অবগত করলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) নাঈমুল ইসলাম জানান, পাইপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তবে বিস্তারিত এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ