Samakal:
2025-08-01@04:51:28 GMT

পথচারীর জন্য ইফতার

Published: 24th, March 2025 GMT

পথচারীর জন্য ইফতার

নরসিংদী সদরের বৌয়াকুর চত্বর ব্যস্ততম এলাকা। ইফতার করতে আসা ব্যক্তিদের মধ্যে ছোট-বড় গাড়িচালক, শ্রমিক ও পথচারীর সংখ্যাই বেশি। যারা এ সময় রাস্তায় থাকেন তাদের ইফতার করা নিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়। নানা জায়গায় ইফতারি খোঁজেন পথচারী থেকে শুরু করে ভাসমান মানুষ। বিষয়টি বিবেচনায় নিয়ে নরসিংদী সমকাল সুহৃদ সমাবেশ আয়োজন করে ‘পথচারীদের ইফতার বিতরণ’ কার্যক্রম। এরই ধারাবাহিকতায় ২১ ও ২৫ মার্চ দুই শতাধিক পথচারী ও ভাসমান মানুষের মধ্যে ইফতারি বিতরণ করা হয়। 
আয়োজনে উপস্থিত ছিলেন– সভাপতি মো.

আল-আমিন রহমান ও সাধারণ সম্পাদক তানজিদ আহমেদ অপি, সহসভাপতি হানিফ মাহমুদ, সহসভাপতি জসিম উদ্দিন সরকার, সহ-সাধারণ সম্পাদক সোহাগ সিকদার, শাওন আলী, শিক্ষাবিষয়ক সম্পাদক সজীব আহমেদ, কার্যনির্বাহী সদস্য রিফাত আহমেদ অনল, শরীফ আহমেদ তমাল প্রমুখ।
সুহৃদ সদস্যরা তাদের নিজেদের ব্যবস্থাপনায় ও শুভাকাঙ্ক্ষীদের অনুদানে ইফতারের আয়োজন করেন। সুহৃদরা জানান, ইফতারের আধা ঘণ্টা আগে তাদের স্বেচ্ছাসেবকরা সেখানে খাবারের প্যাকেটগুলো নিয়ে যান এবং সাজিয়ে রাখেন। তারপর সেখান থেকে যাদের প্রয়োজন তাদের হাতে ইফতারির প্যাকেট তুলে দেন। 
এর আগে সুহৃদরা এক সাংগঠনিক সভায় মিলিত হন। এতে কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হয়। সে অনুযায়ী পথচারী ও ভাসমান মানুষের মধ্যে ইফতারি বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন। v
সুহৃদ নরসিংদী

উৎস: Samakal

কীওয়ার্ড: ইফত র পথচ র ইফত র আহম দ

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রত্বের ভুয়া পরিচয় দেন সভাপতি, কমিটি ঘোষণার দিন শর্ট কোর্সে ভর্তি হন সম্পাদক
  • তিন বাহিনীর প্রধান ও দুই গোয়েন্দাপ্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের
  • ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, নিয়মিত ছাত্রত্ব নেই সভাপতি ও সম্পাদকের
  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
  • প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ