কারও ওপর আক্রমণ হলে যৌথভাবে জবাব দেবে পাকিস্তান ও সৌদি আরব
Published: 18th, September 2025 GMT
পাকিস্তান ও সৌদি আরব ‘কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করেছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটাকে দুই দেশের ওপর ‘আগ্রাসন’ হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদের ইয়ামামা প্রাসাদে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে শাহবাজ শরিফের বৈঠক হয়। সেখানে দুই নেতা চুক্তিতে সই করেন।
বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ জোরদার করার লক্ষ্যে দুই দেশের নিরাপত্তা বৃদ্ধি ও নিজেদের সুরক্ষিত করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনের জন্য উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে এই চুক্তিতে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদ ও রিয়াদের মধ্যে ‘প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব.
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, দু্ই পক্ষ ও তাদের প্রতিনিধিদল উভয় দেশের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক পর্যালোচনা করেছে। একই সঙ্গে দুই পক্ষের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।
এর আগে সৌদি আরব সফররত শাহবাজ শরিফ ইয়ামামা প্রাসাদে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সৌদি আরবের যুবরাজের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বৈঠক করেন তিনি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বর জ
এছাড়াও পড়ুন:
প্রার্থী নির্বাচনে স্বচ্ছতা ও দক্ষতায় পিএসসির কর্মশালা, থাকবেন তিন দেশের বিশেষজ্ঞ
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আয়োজনে দুই দিনব্যাপী কর্মশালায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অংশগ্রহণ করছে। ‘দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা উন্নয়ন ও কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক এই কর্মশালা ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে।
পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম, কমিশনের অন্যান্য সদস্যরা এবং সচিবালয়ের সচিব আবদুর রহমান তরফদার এই কর্মশালায় অংশগ্রহণ করবেন।
কর্মশালার মূল লক্ষ্য হলো বাংলাদেশ সিভিল সার্ভিসের মৌখিক পরীক্ষা যেন দক্ষতার ভিত্তিতে ও আধুনিকভাবে পরিচালিত হয়। কর্মশালায় তিনটি ভিন্ন দেশের সিভিল সার্ভিস বিশেষজ্ঞ অনলাইনে যুক্ত হবেন। তারা নিজেদের দেশে চলমান দক্ষতাভিত্তিক মূল্যায়ন পদ্ধতির অভিজ্ঞতা ও চর্চা তুলে ধরবেন। এতে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে পদ্ধতির কার্যকারিতা ও বাস্তবায়নের সম্ভাব্য কাঠামো সম্পর্কে ধারণা পাবেন।
পিএসসি জানিয়েছে, কর্মশালার ফলস্বরূপ প্রণীত কৌশলগত কর্মপরিকল্পনা ভবিষ্যতে বিসিএস নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, কার্যকর ও সময়োপযোগী করে তুলবে। এতে রাষ্ট্র পরিচালনার জন্য সর্বাধিক যোগ্য ও মেধাবী প্রার্থী মনোনীত করা সম্ভব হবে। এই কর্মশালার অভিজ্ঞতা ভবিষ্যতে মৌখিক পরীক্ষা ও প্রার্থী মূল্যায়ন প্রক্রিয়ায় আধুনিক পদ্ধতি প্রয়োগে সহায়ক হবে।