এশিয়া কাপে সুপার ফোরের টিকিট নিশ্চিত করতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেই ‘ডু অর ডাই’ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লিটন দাসের দল। শুধু টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, এই জয়ের পর আইসিসির কাছ থেকেও মিলেছে সুখবর।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে সমান ২২২ রেটিং পয়েন্ট থাকলেও মোট পয়েন্টে এগিয়ে থাকায় টাইগাররা নবমে উঠে আসে। ফলে আফগানরা পিছিয়ে গিয়ে ঠাই নিয়েছে দশে। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ১২,২২৩, যেখানে আফগানিস্তানের সংগ্রহ ৮,২১৩।

আরো পড়ুন:

আফগানিস্তানকে হারিয়ে ‘সুপার ফোর’ স্বপ্ন বাঁচিয়ে রাখল বাংলাদেশ

আফগানিস্তানকে চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ল বাংলাদেশ

বর্তমানে ২৭১ রেটিং নিয়ে শীর্ষে ভারত, দুই নম্বরে অস্ট্রেলিয়া (২৬৬) এবং তিনে ইংল্যান্ড (২৫৭)। এরপর ক্রমান্বয়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান অবস্থান করছে শীর্ষ দশে।

এশিয়া কাপে বাংলাদেশ শুরুটা করেছিল জয় দিয়েই, হংকংকে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় লিটন দাসের দল। যা সুপার ফোরের সমীকরণকে জটিল করে তোলে। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় এখনো টিকে আছে সম্ভাবনা। 

বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর। যদি শ্রীলঙ্কা জেতে, তবে সরাসরি সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান জিতলে তখন তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। আর হিসাবনিকাশ গড়াবে রান রেটে।

ধরুন, আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ রান করলে, শ্রীলঙ্কার কেবল ১২৮ রান তুললেই যথেষ্ট হবে পরের রাউন্ডে যেতে। আবার আফগানরা ১৫০ করলে, শ্রীলঙ্কার ৮৪ রান করলেই হবে। বিপরীতে যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে, তবে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে আফগানদের জিততে হবে প্রায় ১১-১২ ওভারের মধ্যে।

অর্থাৎ, মাঠের লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ নিজের কাজটা করেছে। এখন শুধু বাকি দলের ম্যাচ ফলের অপেক্ষা- যা ঠিক করে দেবে টাইগারদের স্বপ্নপূরণের পথ।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।

এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।

শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।

আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগে

দেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।

নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন

সম্পর্কিত নিবন্ধ