এশিয়া কাপের উত্তেজনার মধ্যেই তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি। ম্যাচ রেফারিকে ঘিরে তীব্র অসন্তোষ থেকে হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের আজকের ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। নির্ধারিত সময়ে তারা মাঠে আসে না। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির নির্দেশে ক্রিকেটাররা মাঠে নামতে সম্মত হয়েছেন।

এক ঘণ্টা পিছিয়ে গেল ম্যাচ:
মূলত দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত সময় (বাংলাদেশ) রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। তবে টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটারদের হোটেল ছাড়তে নিষেধ করা হয়। ফলে নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে মাঠে পৌঁছায়নি তারা। এ কারণে খেলা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে নতুন সময় নির্ধারণ করা হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।

আরো পড়ুন:

‘বি’ ক্যাটাগোরিতে কত টাকা বেতন কমল বাবর-রিজওয়ানের?

বড় পরিবর্তন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে: বাবর-রিজওয়ান নামলেন ক্যাটাগরি ‘বি’-তে

রেফারি পাইক্রফ্ট বিতর্কেই বিলম্ব:
এই উত্তেজনার মূল কারণ ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে। টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে নাকি বাধা দেন ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ্ট। শুধু তাই নয়, ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান। বিশেষ করে সূর্যকুমার যাদব ও শিভাম দুবে সরাসরি মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনা ব্যাপক সমালোচনা তোলে।

ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন। পরে পিসিবি আনুষ্ঠানিক অভিযোগ পাঠায় আইসিসির কাছে। বোর্ডের দাবি, রেফারির সিদ্ধান্ত ছিল আইসিসির আচরণবিধি এবং এমসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট–এর পরিপন্থী। তবে আইসিসি জানিয়েছে, পাইক্রফ্ট নাকি কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্দেশেই।

বর্জনের হুমকি ও শেষ সিদ্ধান্ত:
পিসিবি জানায়, যদি ম্যাচ রেফারিকে দায়িত্ব থেকে সরানো না হয়, তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা মাঠে নামবে না। তবে শেষ মুহূর্তে সভাপতি মহসিন নাকভির হস্তক্ষেপে জট কাটে। তার নির্দেশেই ক্রিকেটাররা হোটেল থেকে স্টেডিয়ামের পথে রওনা হন।

অবশেষে নাটকীয় উত্তেজনার অবসান ঘটিয়ে মাঠে নামছে পাকিস্তান। তবে রেফারি বিতর্ক এখনো থামেনি, যা এশিয়া কাপে ক্রিকেটীয় আবহের পাশাপাশি নতুন এক রাজনৈতিক মাত্রা যোগ করেছে। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।

এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।

শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।

আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগে

দেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।

নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন

সম্পর্কিত নিবন্ধ