এশিয়া কাপের উত্তেজনার মধ্যেই তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি। ম্যাচ রেফারিকে ঘিরে তীব্র অসন্তোষ থেকে হঠাৎ করে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের আজকের ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। নির্ধারিত সময়ে তারা মাঠে আসে না। শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির নির্দেশে ক্রিকেটাররা মাঠে নামতে সম্মত হয়েছেন।

এক ঘণ্টা পিছিয়ে গেল ম্যাচ:
মূলত দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত সময় (বাংলাদেশ) রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। তবে টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটারদের হোটেল ছাড়তে নিষেধ করা হয়। ফলে নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে মাঠে পৌঁছায়নি তারা। এ কারণে খেলা এক ঘণ্টা পিছিয়ে দিয়ে নতুন সময় নির্ধারণ করা হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা।

আরো পড়ুন:

‘বি’ ক্যাটাগোরিতে কত টাকা বেতন কমল বাবর-রিজওয়ানের?

বড় পরিবর্তন পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে: বাবর-রিজওয়ান নামলেন ক্যাটাগরি ‘বি’-তে

রেফারি পাইক্রফ্ট বিতর্কেই বিলম্ব:
এই উত্তেজনার মূল কারণ ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে। টসের সময় দুই অধিনায়ককে হাত মেলাতে নাকি বাধা দেন ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফ্ট। শুধু তাই নয়, ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররাও পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানো এড়িয়ে যান। বিশেষ করে সূর্যকুমার যাদব ও শিভাম দুবে সরাসরি মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনা ব্যাপক সমালোচনা তোলে।

ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন। পরে পিসিবি আনুষ্ঠানিক অভিযোগ পাঠায় আইসিসির কাছে। বোর্ডের দাবি, রেফারির সিদ্ধান্ত ছিল আইসিসির আচরণবিধি এবং এমসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট–এর পরিপন্থী। তবে আইসিসি জানিয়েছে, পাইক্রফ্ট নাকি কাজ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নির্দেশেই।

বর্জনের হুমকি ও শেষ সিদ্ধান্ত:
পিসিবি জানায়, যদি ম্যাচ রেফারিকে দায়িত্ব থেকে সরানো না হয়, তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তারা মাঠে নামবে না। তবে শেষ মুহূর্তে সভাপতি মহসিন নাকভির হস্তক্ষেপে জট কাটে। তার নির্দেশেই ক্রিকেটাররা হোটেল থেকে স্টেডিয়ামের পথে রওনা হন।

অবশেষে নাটকীয় উত্তেজনার অবসান ঘটিয়ে মাঠে নামছে পাকিস্তান। তবে রেফারি বিতর্ক এখনো থামেনি, যা এশিয়া কাপে ক্রিকেটীয় আবহের পাশাপাশি নতুন এক রাজনৈতিক মাত্রা যোগ করেছে। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাবিপ্রবিতে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার গঠনে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভা কক্ষে ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির (এমবিএস) আয়োজনে এবং খাগড়াছড়ির অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

জুলাই সনদে পার্বত্য চট্টগ্রামের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি: ইউপিডিএফ

রাঙামাটিতে পিসিসিপির ডাকা হরতাল প্রত্যাহার

এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, “যেকোনো ক্যারিয়ারে তিনটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গকে- অন্তর্ভুক্তি, স্বাধীনতা এবং প্রাধিকার বিষয়ে গুরুত্ব দিতে হবে। যে চাকরিতে এই তিনটি জিনিস থাকবে, সেসব চাকরি স্বাচ্ছন্দ্য ও মর্যাদাপূর্ণ হবে।”

শিক্ষার্থীদেরকে তাদের বিষয়ভিত্তিক জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কিলে উন্নত করার আহবান জানিয়ে তিনি বলেন, “দক্ষতার ঘাটতিগুলো শনাক্ত করে সেগুলো কাটিয়ে উঠে নিজের দক্ষতা, যোগ্যতা ও সততা দিয়ে ক্যারিয়ারে সফল হতে হবে। এছাড়াও নিজেদের যে পেশায় আগ্রহ ও দক্ষতা আছে, তা বেছে নিতে হবে।”

এতে বিশেষ অতিথি ছিলেন, রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির, প্রক্টর সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ম্যানেজমেন্ট অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রহিম উদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সূচনা আখতার প্রমুখ।

এছাড়া অ্যাডুলাইফ আইটি ইনস্টিটিউটের সিইও আমির হোসেন রোজেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকা/শংকর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ