অব্যবহৃত ও অতিরিক্ত ব্যালট ফেরত নেওয়া হয়েছে: জাকসু নির্বাচন কমিশন
Published: 17th, September 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে পাঠানো অতিরিক্ত, অব্যবহৃত ও নষ্ট ব্যালট পেপার ফেরত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন:
জাকসুর ২৫ পদের ২০টিতেই শিবিরের জয়
ভোট বর্জন করা ছাত্রদল ভিপি-জিএস পদে যত ভোট পেল
অধ্যাপক রাশিদুল আলম বলেন, “প্রতিটি হলে কিছু অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছিল। কারণ, ভোটার সংখ্যা অনুযায়ী সঠিক সংখ্যাক ব্যালট ছাপানো যায় না; সেগুলো বান্ডিল আকারে ছাপাতে হয়। যেমন—কোনো হলে যদি ৩৮০ জন ভোটার থাকে, তবে সেখানে ৩৮০টি নয়, বরং ৪০০ ব্যালট ছাপাতে হয়। এছাড়া, ব্যালট নষ্ট হলে তা প্রতিস্থাপনের জন্যও অতিরিক্ত কপি সরবরাহ করা হয়।”
তিনি বলেন, “ফেরত আসা প্রত্যেকটি ব্যালটের তালিকা কমিশনের কাছে সংরক্ষিত আছে এবং সেগুলো ট্রাংকে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষে প্রত্যেক হলে রিটার্নিং অফিসাররা কেন্দ্রে দায়িত্বরত প্রত্যেকের উপস্থিতিতে ব্যালট সিলমোহর করে নিরাপত্তা সহকারে কমিশনে এসে জমা দিয়েছেন।”
এ বিষয়ে আ ফ ম কামালউদ্দিন হলের রিটানিং কর্মকর্তা সহযোগী অধ্যাপক মৃধা মো.
তিনি বলেন, “ভোটগ্রহণ শেষে ব্যালট বক্স সিল করা থেকে শুরু করে ব্যবহৃত-অব্যবহৃত সকল সরঞ্জাম নির্দিষ্ট গাড়িতে তোলা পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পোলিং এজেন্ট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এমনকি ছাত্র প্রতিনিধি ও পোলিং এজেন্টদের পাহারাসহ নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামাদি কমিশনে পৌঁছানো হয়েছে।”
গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের শেষ সময়ে বিএনপিপন্থি তিনজন শিক্ষক অনিয়মের অভিযোগ তুলে মনিটরিং সেলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তাদের একজন অভিযোগ করেছিলেন, অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।
শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।
আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগেদেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।
নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন