অব্যবহৃত ও অতিরিক্ত ব্যালট ফেরত নেওয়া হয়েছে: জাকসু নির্বাচন কমিশন
Published: 17th, September 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে পাঠানো অতিরিক্ত, অব্যবহৃত ও নষ্ট ব্যালট পেপার ফেরত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।
বুধবার (১৭ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আরো পড়ুন:
জাকসুর ২৫ পদের ২০টিতেই শিবিরের জয়
ভোট বর্জন করা ছাত্রদল ভিপি-জিএস পদে যত ভোট পেল
অধ্যাপক রাশিদুল আলম বলেন, “প্রতিটি হলে কিছু অতিরিক্ত ব্যালট পেপার পাঠানো হয়েছিল। কারণ, ভোটার সংখ্যা অনুযায়ী সঠিক সংখ্যাক ব্যালট ছাপানো যায় না; সেগুলো বান্ডিল আকারে ছাপাতে হয়। যেমন—কোনো হলে যদি ৩৮০ জন ভোটার থাকে, তবে সেখানে ৩৮০টি নয়, বরং ৪০০ ব্যালট ছাপাতে হয়। এছাড়া, ব্যালট নষ্ট হলে তা প্রতিস্থাপনের জন্যও অতিরিক্ত কপি সরবরাহ করা হয়।”
তিনি বলেন, “ফেরত আসা প্রত্যেকটি ব্যালটের তালিকা কমিশনের কাছে সংরক্ষিত আছে এবং সেগুলো ট্রাংকে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। ভোটগ্রহণ শেষে প্রত্যেক হলে রিটার্নিং অফিসাররা কেন্দ্রে দায়িত্বরত প্রত্যেকের উপস্থিতিতে ব্যালট সিলমোহর করে নিরাপত্তা সহকারে কমিশনে এসে জমা দিয়েছেন।”
এ বিষয়ে আ ফ ম কামালউদ্দিন হলের রিটানিং কর্মকর্তা সহযোগী অধ্যাপক মৃধা মো.
তিনি বলেন, “ভোটগ্রহণ শেষে ব্যালট বক্স সিল করা থেকে শুরু করে ব্যবহৃত-অব্যবহৃত সকল সরঞ্জাম নির্দিষ্ট গাড়িতে তোলা পর্যন্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পোলিং এজেন্ট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এমনকি ছাত্র প্রতিনিধি ও পোলিং এজেন্টদের পাহারাসহ নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামাদি কমিশনে পৌঁছানো হয়েছে।”
গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের শেষ সময়ে বিএনপিপন্থি তিনজন শিক্ষক অনিয়মের অভিযোগ তুলে মনিটরিং সেলের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। তাদের একজন অভিযোগ করেছিলেন, অতিরিক্ত ব্যালট ছাপানো হয়েছে।
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন