বাংলাদেশ কি এশিয়া কাপের সুপার ফোরে খেলবে? তাদের ভাগ্য এখন শ্রীলঙ্কার হাতে। আবুধাবিতে কাল লঙ্কানরা আফগানিস্তানকে হারিয়ে দিলেই সোজা শেষ চারে । উঠে যাবে বাংলাদেশ। শ্রীলঙ্কা হেরে গেলে আসবে নেট রান রেটের হিসাব–নিকাশ।

এমন ম্যাচে স্বাভাবিকভাবেই বাংলাদেশি সমর্থকদের সমর্থনের পুরোটাই শ্রীলঙ্কার পাওয়ার কথা। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেটের অফিশিয়াল পেজেও তাঁরা গিয়ে জানিয়ে আসছেন তা। বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা নাসুম যদিও এসব নিয়ে ভাবতে চান না।

আজ দুপুরে আবুধাবির টিম হোটেলে বাংলাদেশের সাংবাদিকদের নাসুম বলেছেন, ‘যে ভালো খেলবে, সে–ই জিতবে। এগুলো নিয়ে টেনশন করছি না। যেটা কপালে আছে, ওটাই হবে।’

এরপর নাসুমকে মনে করিয়ে দেওয়া হয়, শ্রীলঙ্কা জিতলেই বাংলাদেশের জন্য ভালো। তারা হারলে বাংলাদেশের সুপার ফোরে খেলা কঠিন হবে। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ করলে, রান তাড়ায় ১২৮ করতে পারলেই শেষ চারে যাবে শ্রীলঙ্কা। আফগানরা ১৫০ করলে শ্রীলঙ্কার ৮৪ করলেই হবে। এত কঠিন সমীকরণে যেন যেতে না হয়, সে জন্য শ্রীলঙ্কার জয়ের প্রার্থনা করাই বাংলাদেশের জন্য সহজ।

আফগানিস্তান ইনিংসের প্রথম বলেই উইকেট নেন নাসুম আহমেদ। মঙ্গরবার আবুধাবিতে এশিয়া কাপের ম্যাচে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আফগ ন

এছাড়াও পড়ুন:

নীল সমুদ্রে দক্ষিণ আফ্রিকার নীল বেদনা, ভারত বিশ্ব চ‌্যাম্পিয়ন

অনুমিত চিত্রনাট্যই যেন অনুসরণ করল মুম্বাইয়ের ফাইনাল ম্যাচ। ভারতের জার্সি গায়ে দর্শকে ঠাসা গ্যালারি রূপ নিল নীল সমুদ্রে। ২২ গজে আরও একবার ভারতের আধিপত‌্য, শাসন। যেন শিরোপার পায়চারি অনেক আগের থেকেই। 

ব‌্যাটিংয়ে পর্বত ছুঁই-ছুঁই রান। এরপর স্পিনে ফুল ফোটালেন স্পিনাররা। দক্ষিণ আফ্রিকা লড়াই করল সাধ‌্যের সবটুকু দিয়ে। ব্যাটে-বলে সহজে হাল ছাড়ল না তারাও। হৃদয় জিতলেন। কিন্তু শেষ পর্যন্ত পাত্তাই পেল না। ভারতের শক্তি-সামর্থ‌্যের গভীরতার কাছে হার মানতেই হলো প্রোটিয়া নারীদের।

আরো পড়ুন:

৪১১ রানের টি-টোয়েন্টি ম্যাচে ৯ রানে হারল জিম্বাবুয়ে

কেন বিপিএল থেকে বাদ পড়ল চিটাগং কিংস

মুম্বাইয়ের নাভি স্টেডিয়ামের নীল সমুদ্রে সব আতশবাজি আজ রাতে ফুটল ভারতের বিশ্বকাপ  উদ্‌যাপনে। প্রথমবার ভারতের নারী ক্রিকেট দল ওয়ানডেতে বিশ্ব চ‌্যাম্পিয়ন। ৫২ রানের বিশাল জয় বুঝিয়ে দেয় হারমানপ্রীত কৌর, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা কিংবা শেফালি বার্মা, স্মৃতি মান্ধানা, রিচা ঘোষরা ২২ গজকে কতটা আপন করে নিয়েছেন। শিরোপা জয়ের মঞ্চে ছাড় দেননি একটুও। ২০০৫ ও ২০১৭ বিশ্বকাপে যে ভুলগুলো হয়েছিল...সেগুলো আজ ফুল হয়ে ঝরল। 

বৃষ্টি বাঁধায় বিঘ্ন ম‌্যাচে আগে ব‌্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৯৮ রানের স্কোর পায় ভারত। ৪৫.৩ ওভারে অলআউট হওয়ার আগে ২৪৬ রান করতে পারে প্রোটিয়া নারীরা। নাডিন ডি ক্লার্ক শেষ ব‌্যাটসম‌্যান হিসেবে যখন আউট হলেন, স্টেডিয়ামের প্রায় ষাট হাজার ভারতীয় সমর্থকদের মুখে একটাই স্লোগান, চাক দে ইন্ডিয়া।

ওই জনসমুদ্রের স্লোগান, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’। 

বিস্তারিত আসছে …

 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ