বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির টাকায় দেশ-বিদেশে আলিশান বাড়ি, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, শেয়ারের ব্যবসাসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

ঢাকা-কুষ্টিয়া রুটে তার মালিকানায় প্রায় ১০ কোটি টাকার ৭টি এয়ার কন্ডিশন্ড সুপিরিয়র কোচ রয়েছে বলে তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ফলে এসব তথ্য যাচাই বাছাই শেষে বিমানের এই ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন:

৩৬৩ কোটি টাকা হাতিয়েছে এস আলম ও নাবিল গ্রুপ

দুদকের অভিযান: ঘুষসহ সহকারী রাজস্ব কর্মকর্তা ও সহকারী আটক

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি আমলে নিয়ে বিমানের পরিচালক মো.

মোমিনুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।’’

দুদক জানায়, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. মোমিনুল ইসলাম ভ্রমণ ভাতা নীতিমালা পরিবর্তন করে প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি করেছেন। তার বিরুদ্ধে প্রশাসনিক আদেশ লঙ্ঘন করে বিমানের ইঞ্জিনিয়ারদের টিএ/ ডিএ বাবদ ১৬ হাজার ১৮৫.৬০ মার্কিন ডলার অবৈধভাবে প্রদানের অভিযোগ আছে।

এর আগে মোমিনুল ইসলাম বিমানের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালনকালে বিমানের কেন্দ্রীয় তদন্ত শাখা থেকে তার বিরুদ্ধে হওয়া চাকরিচ্যুতির দুটি তদন্ত রিপোর্ট (২০০৬ ও ২০২২ সালে) গায়েব করে দেন। তার বিরুদ্ধে আরো প্রাতিষ্ঠানিক দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য রয়েছে বলেও জানিয়েছে দুদক।
 

ঢাকা/নঈমুদ্দীন/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ম ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

দুপুরে সংবাদ সম্মেলন ডে‌কে‌ছে সরকার

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

আজ দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

রবিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। 

শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকরা এতে অংশ নিতে পারবেন। 

প্রেস উইং থেকে  স্বীকৃত সাংবাদিকদের সোমবার দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত নিবন্ধ