‘‘লেনদেনের জন্য এখন প্রায় সব মানুষ নগদ টাকার ব্যবহার করেন। এ জন্য প্রতিবছর সরকারের খরচ হয় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই খরচ বাংলাদেশের জিডিপির ৩ দশমিক ২৪ শতাংশ। এখন টাকার ব্যবহারের জন্যই বছরে মাথাপিছু খরচ হয় ৯ হাজার ৯৩৮ টাকা।’’ 

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহীতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রম বিষয়ক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। লিড ব্যাংক হিসেবে এর আয়োজন করে ব্র্যাক ব্যাংক। সেমিনারে গ্রাহকদের জন্য দ্রুত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তির বিকাশে ক্যাশলেস লেনদেনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আরো জানানো হয়, ‘‘বাংলাদেশে যদি ক্যাশলেস লেনদেন হতো, তাহলে সরকারের খরচ কমে দাঁড়াত মাত্র ৫ হাজার ৯৬৪ কোটি টাকায়। এটি জিডিপির মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ। ক্যাশলেস ডিজিটাল লেনদেনের তুলনায় নগদ টাকার ব্যবহার ২৮ দশমিক ৫ শতাংশ ব্যয়বহুল বলে সেমিনারে জানানো হয়।’’ 

দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সেমিনারে আরো জানানো হয়, ‘‘ক্যাশলেস লেনদেন যেমন তাৎক্ষণিক করা যায়, তেমনি এটি নিরাপদ, ব্যয় সাশ্রয়ী। তাই দেশে শতভাগ লেনদেন ক্যাশলেস করতে পারলে রাষ্ট্রের বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয়ী হবে। এ জন্য আগামী ১০ বছরের মধ্যে অন্তত ৯৫ শতাংশ লেনদেন ক্যাশলেস করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।’’

এই কর্মসূচিতে সেমিনার, আলোচনা, প্রদর্শনী ও প্রচারণার মাধ্যমে বাংলা কিউআর-এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়। এগুলো ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক মো.

আরিফ হোসেন খান, পরিচালক মো. শরাফত উল্লাহ খান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক রাফেজা আক্তার কান্তা। উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন।

সেমিনারে ব্যবসায়ী, গ্রাহক, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এর আগে সকালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের সামনে থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এই কর্মসূচিতে ডিজিটাল লেনদেনের নানা দিক নিয়ে সেশন পরিচালনার পাশাপাশি গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে প্রচার, ক্যাম্পেইন ও রোড-শো অনুষ্ঠিত হচ্ছে। 

ঢাকা/কেয়া/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ব যবহ র ল নদ ন র অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ

৩য় টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২

নারী বিশ্বকাপ: ফাইনাল

ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সিরি আ

হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন

এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন

সম্পর্কিত নিবন্ধ