ভারতের ফুটবলপ্রেমীদের জন্য নড়েচড়ে বসার মতো খবরই বটে। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু–এর গ্রুপ পর্বের ম্যাচ খেলতে প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল এফসি গোয়া ও রোনালদোর দল আল নাসর মুখোমুখি হবে এ ম্যাচে। ভারতের সংবাদমাধ্যম ইতিমধ্যেই ম্যাচটিকে বলছে ‘ঐতিহাসিক’।

শুক্রবার ড্রয়ে সৌদি আরবের ক্লাব আল নাসর এশিয়ার দ্বিতীয় স্তরের এ প্রতিযোগিতার ‘ডি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে এফসি গোয়া, তাজিকিস্তানের ইস্তিকলোল আর ইরাকের আল-জাওরা।

প্রতিটি গ্রুপে শীর্ষ দুই দল যাবে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ পর্বে আগামী ২২ অক্টোবর গোয়ার জহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় ক্লাবটির মুখোমুখি হবে আল নাসর। সব ঠিক থাকলে এই ম্যাচটি খেলতেই ভারতে যেতে পারেন ‘সিআর সেভেন।’ এরপর ৫ নভেম্বর রিয়াদে ফিরতি লেগে আল নাসরের মুখোমুখি হবে গোয়া।

আরও পড়ুনমিনিটে ৪৩ হাজার টাকা পাবেন রোনালদো, পাচ্ছেন আল নাসরের মালিকানাও১৬ জানুয়ারি ২০২৫

রোনালদোর ক্লাবের সঙ্গে এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত এফসি গোয়ার সমর্থকেরা। ক্লাবটির প্রধান নির্বাহী রবি পুষ্কুর সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ‘এফসি গোয়া মতো ক্লাবের জন্য এমন মুহূর্ত জীবনে একবারই আসে। আল নাসর আর ক্রিস্টিয়ানো রোনালদোকে আতিথ্য দেওয়াই সম্ভবত ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ।’

৪০ বছর বয়সী রোনালদো ২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো কোনো বড় শিরোপা জিততে পারেননি। ফলে সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা জেতার জন্য পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে তারা।

সৌদি প্রো লিগের গত মৌসুমে তৃতীয় হওয়া ক্লাবটিতে রোনালদো ছাড়াও আছেন আরও অনেক নামী তারকা। লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে যেমন আছেন, তেমনি আছেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সও। রোনালদোর পাশাপাশি এই তারকাদের খেলাও সামনে থেকে দেখার জন্য মুখিয়ে আছেন ভারতের ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুনব্যালন ডি’অরকে ‘মনগড়া’ বললেন রোনালদো০৯ আগস্ট ২০২৫

আল নাসরের ভারতের খেলতে আসাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে পুষ্কুর আরও বলেছেন, ‘ভারতীয় ফুটবলের জন্য এটি সত্যিই ঐতিহাসিক। আমরা যোগ্যতার ভিত্তিতেই এখানে এসেছি। আর এমন ম্যাচ আমাদের সুযোগ দেবে দেখানোর যে আমরা মহাদেশীয় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, ফুটবলের বড় গল্পগুলোর অংশ হতে পারি।’

পুষ্কুরের আশা, পুরো দেশেই এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাস তৈরি হবে, যা স্থানীয় ফুটবলকে দেবে প্রয়োজনীয় প্রেরণা। তিনি যোগ করেন, ‘এটি এক অনন্য সুযোগ। এর মাধ্যমে ভারতীয় ফুটবলের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা যাবে। সবচেয়ে বড় কথা, দেশজুড়ে ভক্তদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ আরও বাড়বে, আর দীর্ঘদিন ধরে এই খেলা যে আলোচনার কেন্দ্রে আসতে চাইছিল, সেটিই ঘটবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল র র জন য

এছাড়াও পড়ুন:

৫ কারণে প্রিমিয়ার লিগের এই মৌসুম হতে পারে ইতিহাসের সেরা

শুক্রবার আসতে আর কত দিন!
ইউরোপিয়ান ফুটবল যাঁরা পছন্দ করেন, গত কয়েকটা মাস নিশ্চয়ই তাঁদের খালি খালি লাগছিল। মৌসুম শেষের বিরতি চলছিল বলে কোনো খেলা ছিল না। ইউরোপিয়ান ক্লাবগুলোর যাঁরা ভক্ত-সমর্থক, তাঁদের এই সময় কাটে অপেক্ষায়। আবার কবে নতুন মৌসুম শুরু হবে! সেই অপেক্ষা অবশেষে শেষ হচ্ছে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার (১৫ আগস্ট) রাত থেকে শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তিনটি। একই দিনে মাঠে গড়াবে ২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা ও ফরাসি লিগ আঁ।

সবচেয়ে বেশি অপেক্ষা প্রিমিয়ার লিগের জন্যই। প্রচার, প্রসার ও জনপ্রিয়তায় ইংল্যান্ডের এই শীর্ষ ফুটবল লিগই সবচেয়ে এগিয়ে। গত কয়েক দশকে প্রিমিয়ার লিগ উপহার দিয়েছে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে চিরস্থায়ী ছবি হয়ে যাওয়া কত মুহূর্ত!
এভারটনের হয়ে ওয়েইন রুনির প্রথম গোল, ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে অভিষেক, জেমি ক্যারাঘারকে বোকা বানানো থিয়েরি অঁরির সেই গোল, মাঝমাঠ থেকে ডেভিড বেকহামের গোল, রয় কিন ও প্যাট্রিক ভিয়েরার সেই ঝগড়া, স্ট্যান কলিমোরের শেষ মুহূর্তের গোল, ধারাভাষ্যকারের ‘আগুয়েরোওওওওওও’ চিৎকার, কেভিন কিগানের আনন্দ, লেস্টারের অলৌকিক শিরোপা জয়ে ক্লদিও রানিয়েরির পাশে দাঁড়িয়ে আন্দ্রেয়া বোচেলির গান!

প্রিমিয়ার লিগের নতুন আরেকটা মৌসুম শুরুর আগে ফুটবলপ্রেমীদের মনে হয়তো উঁকি মারছে সেসব স্মৃতি। এবার নতুন একটা মৌসুমের অপেক্ষা, অপেক্ষা নতুন করে রোমাঞ্চিত হওয়ার। ফুটবল–বোদ্ধারা অনেকেই মনে করছেন, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতায় এবারের মৌসুমটা হতে পারে প্রিমিয়ার লিগ ইতিহাসেরই সেরা। কেন, চলুন দেখা যাক—

আরও পড়ুনএশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ: ‘সীমান্তে লড়াই চলে আর আমরা ক্রিকেট খেলতে নেমে পড়ি, এটা হতে পারে না’২১ ঘণ্টা আগেএবার লড়াই চার দলেরবাজির অঙ্কই বলছে লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি ও চেলসি—সবাই আছে প্রিমিয়ার লিগ জেতার দৌড়ে

সম্পর্কিত নিবন্ধ

  • ৫ কারণে প্রিমিয়ার লিগের এই মৌসুম হতে পারে ইতিহাসের সেরা