ডাবলিনের আকাশে ক্রিকেটের এক অন্য রকম বিকেল দেখা গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুধু ব্যাট-বলেই নয়, ইতিহাসও রচিত হলো। ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাকব বেথেল মাঠে নামলেন অধিনায়ক হয়ে, মাত্র ২০ বছর বয়সে! এই বয়সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভেঙে দিলেন ১৩৬ বছরের পুরনো রেকর্ড, হয়ে গেলেন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক।

তবে ইতিহাস গড়ার দিনটি শুধুই রেকর্ডে সীমাবদ্ধ থাকেনি। মাঠে ছিল টানটান উত্তেজনা আর রানবন্যা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড তোলে ৩ উইকেটে ১৯৬ রানের পাহাড়। জবাবে ইংল্যান্ড ব্যাটাররা ঝড় তুললেন এমনভাবে যে, ম্যাচ শেষ হয়ে গেল ১৭.

৪ ওভারেই। ৬ উইকেট হাতে রেখেই তারা পৌঁছে গেল ১৯৭ রানে। আর বুক পকেটে রাখল এক লড়াকু জয়।

আরো পড়ুন:

টসে নেমেই বেথেলের ইতিহাস, ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড

ইংল্যান্ডের রান বন্যায় ভেসে গেল দ. আফ্রিকা

রান তাড়ার শুরুটা হয়েছিল ঝড়ের বেগে। ফিল সল্ট আর জস বাটলারের ব্যাটে মাত্র ৪.৪ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৭৪ রান। বাটলার ফিরলেও (২৮), সল্ট ছিলেন একেবারে অপ্রতিরোধ্য। এরপর মাঠে নামেন অধিনায়ক বেথেল। হাতে সময় কম, চোখে আগ্রাসী ব্যাটিং। ১৬ বলের ঝলকানিতে তিনি করেন ২৪ রান, সাজিয়ে নেন ইনিংসটি ৩ চার ও ১ ছক্কায়। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে দলের গতি ধরে রাখেন যথেষ্ট।

চার নম্বরে নামা রেহান আহমেদ ব্যর্থ হলেও (৮), সল্টকে সঙ্গ দেন স্যাম কারান। এই জুটি গড়ে দেয় জয়ের ভিত। কারান ১৫ বলে ৩ ছক্কায় ২৭ রানের ছোট্ট ঝড় তুলে ফেরেন। কিন্তু মূল নাটকটা তখনও সল্টের হাতে। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষমেশ মাত্র ১১ রানের জন্য মিস করেন। তবু ৪৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় তার ৮৯ রানের ইনিংস দর্শকদের মনে গেঁথে যায়।

শেষদিকে কিছুটা নাটক তৈরি হলেও জয় আটকে রাখতে পারেনি আয়ারল্যান্ড। টম ব্যান্টন ফেরার পর (১১), জেমি ওভারটন বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন। তিনি ৪ আর উইল জ্যাকস ১ রানে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাট হাতে আইরিশদের ভরসা ছিলেন হ্যারি টেক্টর (৬১*) আর লরকান টাকার (৫৫)। তাদের ১২৩ রানের দুর্দান্ত জুটি আয়ারল্যান্ডকে এনে দেয় শক্ত ভিত্তি। পল স্টার্লিং (৩৪) আর রস অ্যাডায়ার (২৬) সেই রানে যোগ করে দলকে পৌঁছে দেন ১৯৬–এ।

সংখ্যার খেলা বলছে— এই ম্যাচে মোট রান হয়েছে ৩৯৩, যা ইংল্যান্ড-আয়ারল্যান্ডের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। টেক্টর–টাকারের ১২৩ রানের জুটিও রেকর্ড বইয়ে জায়গা করে নিলো আয়ারল্যান্ডের হয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ সংগ্রহ হিসেবে।

ইতিহাস, রেকর্ড আর রানের আতশবাজি; সব মিলিয়ে ডাবলিনের এই ম্যাচটা ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে অনেক দিন।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড

এছাড়াও পড়ুন:

আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।

এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।

গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।

শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।

আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগে

দেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।

নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন

সম্পর্কিত নিবন্ধ