বেথেলের ইতিহাস গড়া দিনে ইংল্যান্ডের দাপুটে জয়
Published: 17th, September 2025 GMT
ডাবলিনের আকাশে ক্রিকেটের এক অন্য রকম বিকেল দেখা গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে শুধু ব্যাট-বলেই নয়, ইতিহাসও রচিত হলো। ইংল্যান্ডের তরুণ তারকা জ্যাকব বেথেল মাঠে নামলেন অধিনায়ক হয়ে, মাত্র ২০ বছর বয়সে! এই বয়সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে ভেঙে দিলেন ১৩৬ বছরের পুরনো রেকর্ড, হয়ে গেলেন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক।
তবে ইতিহাস গড়ার দিনটি শুধুই রেকর্ডে সীমাবদ্ধ থাকেনি। মাঠে ছিল টানটান উত্তেজনা আর রানবন্যা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড তোলে ৩ উইকেটে ১৯৬ রানের পাহাড়। জবাবে ইংল্যান্ড ব্যাটাররা ঝড় তুললেন এমনভাবে যে, ম্যাচ শেষ হয়ে গেল ১৭.
আরো পড়ুন:
টসে নেমেই বেথেলের ইতিহাস, ভাঙলেন ১৩৬ বছরের রেকর্ড
ইংল্যান্ডের রান বন্যায় ভেসে গেল দ. আফ্রিকা
রান তাড়ার শুরুটা হয়েছিল ঝড়ের বেগে। ফিল সল্ট আর জস বাটলারের ব্যাটে মাত্র ৪.৪ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৭৪ রান। বাটলার ফিরলেও (২৮), সল্ট ছিলেন একেবারে অপ্রতিরোধ্য। এরপর মাঠে নামেন অধিনায়ক বেথেল। হাতে সময় কম, চোখে আগ্রাসী ব্যাটিং। ১৬ বলের ঝলকানিতে তিনি করেন ২৪ রান, সাজিয়ে নেন ইনিংসটি ৩ চার ও ১ ছক্কায়। যদিও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে দলের গতি ধরে রাখেন যথেষ্ট।
চার নম্বরে নামা রেহান আহমেদ ব্যর্থ হলেও (৮), সল্টকে সঙ্গ দেন স্যাম কারান। এই জুটি গড়ে দেয় জয়ের ভিত। কারান ১৫ বলে ৩ ছক্কায় ২৭ রানের ছোট্ট ঝড় তুলে ফেরেন। কিন্তু মূল নাটকটা তখনও সল্টের হাতে। দুর্দান্ত ব্যাটিংয়ে তিনি এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শেষমেশ মাত্র ১১ রানের জন্য মিস করেন। তবু ৪৬ বলে ১০ চার ও ৪ ছক্কায় তার ৮৯ রানের ইনিংস দর্শকদের মনে গেঁথে যায়।
শেষদিকে কিছুটা নাটক তৈরি হলেও জয় আটকে রাখতে পারেনি আয়ারল্যান্ড। টম ব্যান্টন ফেরার পর (১১), জেমি ওভারটন বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের ইতি টানেন। তিনি ৪ আর উইল জ্যাকস ১ রানে অপরাজিত থাকেন।
এর আগে ব্যাট হাতে আইরিশদের ভরসা ছিলেন হ্যারি টেক্টর (৬১*) আর লরকান টাকার (৫৫)। তাদের ১২৩ রানের দুর্দান্ত জুটি আয়ারল্যান্ডকে এনে দেয় শক্ত ভিত্তি। পল স্টার্লিং (৩৪) আর রস অ্যাডায়ার (২৬) সেই রানে যোগ করে দলকে পৌঁছে দেন ১৯৬–এ।
সংখ্যার খেলা বলছে— এই ম্যাচে মোট রান হয়েছে ৩৯৩, যা ইংল্যান্ড-আয়ারল্যান্ডের টি–টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। টেক্টর–টাকারের ১২৩ রানের জুটিও রেকর্ড বইয়ে জায়গা করে নিলো আয়ারল্যান্ডের হয়ে তৃতীয় উইকেটে সর্বোচ্চ সংগ্রহ হিসেবে।
ইতিহাস, রেকর্ড আর রানের আতশবাজি; সব মিলিয়ে ডাবলিনের এই ম্যাচটা ক্রিকেটপ্রেমীদের মনে থেকে যাবে অনেক দিন।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল আজ, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি এবং লা লিগায় বার্সেলোনা মাঠে নামবে।
জাতীয় ক্রিকেট লিগসিলেট-ঢাকা
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
ময়মনসিংহ-রংপুর
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
খুলনা-রাজশাহী
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
চট্টগ্রাম-বরিশাল
সকাল ৯-৩০ মি., ইউটিউব/বিসিবি লাইভ
অস্ট্রেলিয়া-ভারত
বেলা ২-১৫ মি., স্টার স্পোর্টস ২
ভারত-দক্ষিণ আফ্রিকা
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
প্যারিস মাস্টার্স ফাইনাল
রাত ৮টা, সনি স্পোর্টস ৫
ওয়েস্ট হাম-নিউক্যাসল
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যান সিটি-বোর্নমাউথ
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বার্সেলোনা-এলচে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ
হেল্লাস-ইন্টার মিলান
বিকেল ৫-৩০ মি., ডিএজেডএন
এসি মিলান-রোমা
রাত ১-৪৫ মি., ডিএজেডএন