খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও ১২ শিক্ষার্থীর আহত হয়েছে। এ ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খুবি প্রশাসন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শোকের দিন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করা হলো। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সুস্থতার জন্য সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছে এবং তদবির করছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খাগড়াছড়ি ও বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে। দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এবং প্রশাসনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা।

এদিকে, এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবার গভীরভাবে মর্মাহত উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দ শোকের সঙ্গে নিহত শিক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এছাড়া নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেবে। ছাত্রদের নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা চলবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড.

মো. নাজমুস সাদাত তার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, “আগামীকাল আমাদের বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে আহতদের জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/হাসিব/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত দ র ঘটন র ঘটন য় র জন য

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত