রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়নস লিগের রাজা। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে রিয়াল শিরোপা জিতেছে ১৫ বার, যা দ্বিতীয় এসি মিলানের (৭) দ্বিগুণেরও বেশি। তবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল শুধু শিরোপা জয়ের রাজাই নয়, এখন তারা পেনাল্টিরও রাজা।

গতকাল রাতে মার্শেইয়ের বিপক্ষে ২–১ গোলে জেতা ম্যাচে রিয়ালের দুটি গোলই কিলিয়ান এমবাপ্পে করেছেন পেনাল্টি থেকে। এই ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে এখন যৌথভাবে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দল রিয়াল। ৬২ পেনাল্টি নিয়ে এতদিন পর্যন্ত এককভাবে সবার ওপরে ছিল বায়ার্ন মিউনিখ।

কিন্তু গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া দুই পেনাল্টি দিয়ে জার্মান চ্যাম্পিয়নদের ছুঁয়ে ফেলেছে রিয়াল। রিয়ালকে অবশ্য বায়ার্নের সমান পেনাল্টি পেতে ৯৬ ম্যাচ বেশি খেলতে হয়েছে। বায়ার্নের যেখানে ৪০৮ ম্যাচ লেগেছে, রিয়ালের লেগেছে ৫০৪ ম্যাচ।

আরও পড়ুনপেনাল্টিতে সবচেয়ে বেশি গোল কার—মেসি, রোনালদো নাকি নেইমারের ২৩ নভেম্বর ২০২৪

রিয়াল ও বায়ার্নের পরেই এই তালিকায় আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৩৬৩ ম্যাচে ৫৬টি পেনাল্টি পেয়েছে বার্সা। তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি পেনাল্টি পেয়েছে ১৩৯ ম্যাচে ৩৭টি এবং আর্সেনাল ২২৬ ম্যাচে ৩৬ পেনাল্টি পেয়েছে।

তবে গতকাল রাতে রিয়ালের পাওয়া দ্বিতীয় পেনাল্টিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্শেই কোচসহ অনেকের দাবি এটি আসলে পেনাল্টি ছিল না। ম্যাচের তখন ৭৯ মিনিটের খেলা চলছিল। বক্সের ভেতর ভিনিসিয়ুস জুনিয়রকে ঠেকাতে গিয়ে পড়ে যান মার্শেইয়ের ফাকুন্দো মেদিনা।

এ সময় বল তাঁর হাতেও লাগে। রিয়াল খেলোয়াড়েরা আবেদন জানালে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআরে যাচাইয়ের পরও পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখা হয়। এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে জয়সূচক গোল এনে দেন এমবাপ্পে। তবে ম্যাচ শেষে এটি আদৌ পেনাল্টি ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুনপিছিয়ে পড়েও এমবাপ্পের ৫০তম গোলে মার্শেইকে হারাল ১০ জনের রিয়াল১৮ ঘণ্টা আগে

পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মার্শেই কোচ ডি জেরবি বলেছেন, ‘পেনাল্টিটা আসলে একটু বিব্রতকর ছিল। আমার পক্ষে হলেও আমি একই কথা বলতাম। এটা মোটেও পেনাল্টি নয়। তবে আমি মোটেও মনে করি না যে লাল কার্ডের ক্ষতিপূরণ হিসেবে এটা দেওয়া হয়েছে। এ রকম অবশ্যই না।’

চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দল:.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা মিয়া (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া ঘাটুয়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি কখনো বাড়িতে থাকতেন, কখনো বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।

গতকাল সন্ধ্যার পর সাজ্জাদ বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে মোস্তফা মিয়া নিজ ঘরে শুয়ে পড়লে হঠাৎ সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা মিয়া।

খবর পেয়ে স্থানীয় লোকজন সাজ্জাদকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মোস্তফা মিয়ার লাশ উদ্ধার করে এবং সাজ্জাদকে থানায় নিয়ে যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ বলেন, সাজ্জাদ মানসিক ভারসাম্যহীন বলে পরিবার ও এলাকাবাসী জানিয়েছেন। তাঁকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ