চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ এখন পেনাল্টিরও ‘রাজা’
Published: 17th, September 2025 GMT
রিয়াল মাদ্রিদকে বলা হয় চ্যাম্পিয়নস লিগের রাজা। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে রিয়াল শিরোপা জিতেছে ১৫ বার, যা দ্বিতীয় এসি মিলানের (৭) দ্বিগুণেরও বেশি। তবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল শুধু শিরোপা জয়ের রাজাই নয়, এখন তারা পেনাল্টিরও রাজা।
গতকাল রাতে মার্শেইয়ের বিপক্ষে ২–১ গোলে জেতা ম্যাচে রিয়ালের দুটি গোলই কিলিয়ান এমবাপ্পে করেছেন পেনাল্টি থেকে। এই ম্যাচের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে এখন যৌথভাবে সবচেয়ে বেশি পেনাল্টি পাওয়া দল রিয়াল। ৬২ পেনাল্টি নিয়ে এতদিন পর্যন্ত এককভাবে সবার ওপরে ছিল বায়ার্ন মিউনিখ।
কিন্তু গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া দুই পেনাল্টি দিয়ে জার্মান চ্যাম্পিয়নদের ছুঁয়ে ফেলেছে রিয়াল। রিয়ালকে অবশ্য বায়ার্নের সমান পেনাল্টি পেতে ৯৬ ম্যাচ বেশি খেলতে হয়েছে। বায়ার্নের যেখানে ৪০৮ ম্যাচ লেগেছে, রিয়ালের লেগেছে ৫০৪ ম্যাচ।
আরও পড়ুনপেনাল্টিতে সবচেয়ে বেশি গোল কার—মেসি, রোনালদো নাকি নেইমারের ২৩ নভেম্বর ২০২৪রিয়াল ও বায়ার্নের পরেই এই তালিকায় আছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৩৬৩ ম্যাচে ৫৬টি পেনাল্টি পেয়েছে বার্সা। তিন নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি পেনাল্টি পেয়েছে ১৩৯ ম্যাচে ৩৭টি এবং আর্সেনাল ২২৬ ম্যাচে ৩৬ পেনাল্টি পেয়েছে।
তবে গতকাল রাতে রিয়ালের পাওয়া দ্বিতীয় পেনাল্টিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্শেই কোচসহ অনেকের দাবি এটি আসলে পেনাল্টি ছিল না। ম্যাচের তখন ৭৯ মিনিটের খেলা চলছিল। বক্সের ভেতর ভিনিসিয়ুস জুনিয়রকে ঠেকাতে গিয়ে পড়ে যান মার্শেইয়ের ফাকুন্দো মেদিনা।
এ সময় বল তাঁর হাতেও লাগে। রিয়াল খেলোয়াড়েরা আবেদন জানালে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআরে যাচাইয়ের পরও পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখা হয়। এরপর পেনাল্টি থেকে গোল করে দলকে জয়সূচক গোল এনে দেন এমবাপ্পে। তবে ম্যাচ শেষে এটি আদৌ পেনাল্টি ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুনপিছিয়ে পড়েও এমবাপ্পের ৫০তম গোলে মার্শেইকে হারাল ১০ জনের রিয়াল১৮ ঘণ্টা আগেপেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মার্শেই কোচ ডি জেরবি বলেছেন, ‘পেনাল্টিটা আসলে একটু বিব্রতকর ছিল। আমার পক্ষে হলেও আমি একই কথা বলতাম। এটা মোটেও পেনাল্টি নয়। তবে আমি মোটেও মনে করি না যে লাল কার্ডের ক্ষতিপূরণ হিসেবে এটা দেওয়া হয়েছে। এ রকম অবশ্যই না।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ
এছাড়াও পড়ুন:
আফ্রিদির অলরাউন্ড নৈপুণ্যে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান
বিকেলে ছিল ম্যাচ হবে কি না অনিশ্চয়তা। নানা নাটকীয়তার পর অনিশ্চয়তা কেটে ম্যাচ শুরু হলো এক ঘণ্টা দেরিতে। তবে বিলম্বিত ম্যাচে আর খুব বেশি অনিশ্চয়তা–নাটকীয়তার দেখা মিলল না। দুবাইয়ে ফেবারিট হিসেবে মাঠে নেমে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করেছে সালমান আগার দল। ‘এ’ গ্রুপ থেকে সেরা চারে জায়গা করেছে ভারতও। যার অর্থ, ২১ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হতে চলেছে ভারত–পাকিস্তান।
গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাকিস্তান–আরব আমিরাত ম্যাচ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ১৪ সেপ্টেম্বরের ভারত–পাকিস্তান গ্রুপ ম্যাচের ঘটনার জেরে। সেদিন ভারতের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে ম্যাচের শুরু ও শেষে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাইক্রফট টসের সময় অধিনায়ককে হাত না মেলানোর পরামর্শ দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়ে রীতিমতো এশিয়া কাপ বর্জনের আবহ তৈরি করে পিসিবি।
শেষ পর্যন্ত পাইক্রফটের ক্ষমা প্রার্থনায় গতকাল তাঁর পরিচালনায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে খেলতে নামার সিদ্ধান্ত নিতে আলোচনার জন্য এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়।
আরও পড়ুনপাকিস্তান অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি পাইক্রফট, দাবি পিসিবির৬ ঘণ্টা আগেদেরিতে শুরু হওয়া ম্যাচে আমিরাত অধিনায়ক টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান। ফখর জামানের ৩৬ বলে ৫০ আর শেষ দিকে শাহিন আফ্রিদির ১৪ বলে ২৯ রানের অপরাজিত ইনিংসে ভর করে পাকিস্তান করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬। মূলত আফ্রিদির শেষ দিকের ঝোড়ো ব্যাটিংই পাকিস্তানের রান দেড় শর কাছাকাছি নিয়ে যায়।
নানা নাটকীয়তার পর অ্যান্ডি পাইক্রফটই পাকিস্তান–আমিরাত ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন