বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম-সদস্য সচিব হাফিজুর রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বাগছাসের যুগ্ম-সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন প্রেরিত এক বার্তায় এ দাবি জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়েছে, হাতিয়ায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব হাফিজুর রহমানের ওপর দুর্বৃত্ত ও সন্ত্রাসী বাহিনীরা হামলা চালিয়ে গুরুতর আহত করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ হাফিজের ওপর করা এ হামলার তীব্র নিন্দা জানায়। গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার সংস্কৃতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ আর দেখতে চায় না।

বার্তায় আরো বলা হয়েছে, আমরা মনে করি, রাজনীতি হবে জনগণের কল্যাণে, গণমানুষের জন্য। জনগণই যেন তাদের নেতা তৈরি করতে পারে, এই সংস্কৃতিকে আমরা স্বাগত জানাই। ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান, রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা ইত্যাদি ঘটনা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় একটি বাধা।

বার্তায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, হাফিজুর রহমানসহ অন্যান্যদের উপর সশস্ত্র হামলায় যারা আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা এবং এ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি দাবি করা হয়েছে।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল দ শ গণত ন ত র ক ছ ত র র ওপর

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে

বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল

১ম টি–টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস

বুলাওয়ে টেস্ট–৩য় দিন

জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস

ওভাল টেস্ট–২য় দিন

ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১

টেনিস

কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২

সম্পর্কিত নিবন্ধ