‎দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে ট্রেন থেকে পড়ে আজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

ছুরিকাঘাতে জবি শাখা ছাত্রদল নেতা নিহত

মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১

বিষযটি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো.

 তাজরুল ইসলাম।

তাজরুল ইসলাম জানান, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে, সেতু নম্বর ২৭৫ ও পিলার নম্বর ২৪৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎তিনি জানান, নিহত ব্যক্তি সম্ভবত হকার ছিলেন। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে। মৃতদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা/মোসলেম/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হত

এছাড়াও পড়ুন:

বান্দরবানে অস্ত্রসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া জোন (৩৮ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ ওয়েবার ত্রিপুরা (৩৩) এবং তার সহযোগী রুইহং ম্রোকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। 

আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

কুড়িগ্রামের চরাঞ্চল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মদ জব্দ

ভারতে কুপিয়ে ও তীর মেরে ৩ বাংলাদেশিকে হত্যা

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১৭ অক্টোবর) শীর্ষ অস্ত্র চোরাচালানি ওয়েবার ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া জোনের উপ-অধিনায়কের নেতৃত্বে যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার সহযোগী রুইহং ম্রোকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে থাকা একটি দেশীয় পিস্তল, দুটি গাদা বন্দুক, একটি গ্রেনেড, একটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, একটি মর্টারের গোলার বক্স, দুটি মোবাইল ফোন ও একটি কৃষি ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই জনকে পরবর্তীতে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম শেষে তাদের আদালতে পাঠানো হবে। 
 

ঢাকা/চাইমং/বকুল 

সম্পর্কিত নিবন্ধ