আড়াইহাজারে স্থানীয় এক বিএনপির নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও মাদক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ কথিত আওয়ামী লীগের নেতা স্থানীয় মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উল্যাহ আমানের ছোট ভাই ছানাউল্যাহ ওরফে ছানা।

তিনি ৫ আগস্টের পর এলাকা থেকে ‘গা’ দেন। পরে সুযোগ বুঝে তিনি মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম শিকারীর হাত ধরে বিএনপির একাংশের সঙ্গে শখতা গড়ে তোলেন।

বর্তমানে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাসহ এলাকায় ফের মাদক ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। স্থানীয় বিএনপির বড় একটি অংশের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের দোসরকে এলাকায় পুর্নভাসন করেছেন। এতে বিএনপির কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র পতিক্রিয়া দেখা দিয়েছে।

এনিয়ে যেকোন সময় এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা আরো জানান, আওয়ামী লীগের আমলে ২০১৮ সালে বিএনপির ক্লিনইমেজের নেতা বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেনের বাড়িতে হামলার ভাংচুর করে কোটি টাকার সম্পদ লুট করে নিয়ে যায় ছানার নেতৃত্বে একদল সন্ত্রাসী।

এসময় বাধা দিতে গেছে সন্ত্রাসীরা আমির হোসেনের ৩ মাসের শিশু সাইফকে জবাই করার চেষ্টা করে। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এঘটনায় ওইদিন পুলিশ থানায় মামলা পর্যন্ত নেই। সম্প্রতি, মাদক ব্যবসায় বাধা দেওয়াসহ ছানাকে এলাকা থেকে স্থানীয়রা ধাওয়া দিলে সে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনার পর ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম শিকারীর ইন্ধনে ছানা আড়াইহাজার থানায় আমির হোসেনকে সহ স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর নামে মিথ্যা ও সাজানো মামলা করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।

এনিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আমির হোসেন বলেন, আওয়ামী লীগের ১৭টি বছর আমিসহ আমার পরিবারের সদস্যদের নির্যাতন করা সহ কয়েকবার বাড়িঘর লুটপাট কররে ছানা নেতৃত্বে সন্ত্রাসীরা। এখন দলের লোকজনের ছত্রছায়ায় আওয়ামী লীগের দোসর ছানা এলাকায় দাপড়ে বেড়াচ্ছেন।

এটা খুবই দুঃখজনক। আমি একজন বিএনপির কর্মী হিসাবে দাবী করছি ছানাকে দ্রুত আাইনের আওতায় আনা হোক। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার নাসিরউদ্দিন বলেন, ছানা আওয়ামী লীগের নেতা, সেটা আমার জানা ছিলনা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ থ ন য় ব এনপ র ন ত স থ ন য় ব এনপ র আম র হ স ন ন ব এনপ র ন ত কর ম এল ক য় ব যবস আওয় ম

এছাড়াও পড়ুন:

দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, সব সময় দলের জন্য কাজ করে যাচ্ছি, কিভাবে আগামী দিন দল ক্ষমতায় আসবে, রাষ্ট্রীয় দায়ীত্ব নিবে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান তার পিতার পরে, তার মাতার পরে তৃতীয় ধাপে বাংলাদেশের দায়ীত্ব নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করবে।

বুধবার (১০ ডিসেম্বর ) দুপুরে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিদ্ধিগঞ্জ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, দেশ ও জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে এবং দলের বৃহত্তম সার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের প্রিয়নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ  আপনারা দেশনেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন দ্রুত সুস্থ করে দেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, রওশন আলী, ডি,এইচ,বাবুল, এ্যাডঃ মাসুদুজ্জামান মন্টু, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস,এম,আসলাম, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন,গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদারসহ ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • দলের বৃহত্তম স্বার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন
  • দলের বৃহত্তম সার্থে সবাইকে কাজ করতে হবে : গিয়াসউদ্দিন
  • অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিকদের ঐক্য দরকার : রহিম
  • ফতুল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় ছেলেকে তুলে নিয়ে ছুরিকাঘাত