কিশোরগঞ্জের কটিয়াদীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরব আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার করগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আরব আলী (৩৫) করগাঁও ইউনিয়নের কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামের মতিউর রহমানের ছেলে। এ ঘটনায় আরব আলীর বোন সুরমা বেগম বাদী হয়ে কটিয়াদী থানায় মামলা করেছেন। এতে পাঁচজনকে এজাহারভুক্ত ও আরও সাতজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা পেতেন হাসান। বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সালিশ হয়। এতে আলমের পক্ষে আরব আলী ও হাসানের পক্ষে ফারুক সালিশে বসেন। সালিশ চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। মারধরে ঘটনাস্থলেই আরব আলীর মৃত্যু হয়। 

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হুমায়ুন কবির জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে থানা পুলিশের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, এক যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। যেহেতু পাশের কটিয়াদী থানা এলাকায় এ ঘটনা ঘটেছে তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ কটিয়াদী মডেল থানায় হস্তান্তর করা হবে।

অটোরিকশা কেনার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানিয়ে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ স ঘর ষ ন হত মরদ হ এ ঘটন

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ