মাগুরায় সড়কে একটি পোশা হাতির আকস্মিক মৃত্যু হয়েছে। মৃত হাতিটি সড়কে পড়ে থাকায় যানজট তৈরি হয়েছে। হাতির ধাক্কায় এক ভ্যানচালক আহত হয়েছে। মৃত হাতি দেখতে উৎসুক লোকজন ভিড় করছেন। হাতির মাহুত পলাতক রয়েছে। 

আজ বুধবার (২৬ মার্চ) মাগুরা-মহম্মদপুর সড়কের শ্যামনগর এলাকায় হাতিটি মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে মাগুরা-মহম্মদপুর সড়কের শ্যামনগর এলাকায় এক মাহুত পোশা হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহন ও লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। আকস্মিক হাতিটি অসুস্থ হয়ে সড়কে পড়ে যায়। কিছু সময় পর হাতিটির মৃত্যু হয়। হাতিটি ভ্যানের উপর পড়ায় ভ্যানচালক আহত হয়েছে। তাৎক্ষণিক ভ্যানচালকের পরিচয় জানা যায়নি। মাহুত পলাতক থাকায় হাতির মালিকের পরিচয় জানা যায়নি।

আরো পড়ুন:

উখিয়ায় সংরক্ষিত বন থেকে মৃত হাতি উদ্ধার

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

মৃত এই হাতি নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন। সড়কে পড়ে থাকায় যানজট তৈরি হচ্ছে। স্থানীয়দের সহায়তায় হাতিটি রাস্তার পাশে সরিয়ে আনা হয়েছে।

মহম্মদপুর সদর ইউনিয়নের প্যানেল চেয়াম্যান নওশের আলী জানান, মৃত হাতি নিয়ে তারা বিপাকে পড়েছেন। মালিক না পাওয়ায় হাতিটির কোনো উপায় হচ্ছে না। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মৃত হাতির একটা ব্যবস্থা করতে মালিকের পরিচয় জানার চেষ্টা চলছে। 

ঢাকা/শাহীন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হয়। 

আরো পড়ুন:

কক্সবাজারে ৮০ শতাংশ মাদক আসে সাগরপথে: বিজিবি 

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য সহায়তার আহ্বান বিজিবির

ফিরিয়ে আনা বাংলাদেশিদের মধ্যে আটজন নারী, দুইজন পুরুষ ও পাঁচজন শিশু। তারা সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বাসিন্দা। তাদের রাতে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত পার হওয়ার সময় বাংলাদেশি নাগরিকরা বিএসএফের কাছে আটক হন। তাদের মধ্যে রয়েছেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মো. শাহীন সানা, তার স্ত্রী নিলুফা ও কন্যা শাহিনা সুলতানা, একই উপজেলার নওয়াবেকি গ্রামের মিস সুরাইয়া ইয়াসমিন, মোছা. রাবিয়া বেগম, বড়কুপট গ্রামের জাহাঙ্গীর আলম, লিপিকা খাতুন, নাজমা খাতুন, জিম তরফদার, বয়ারসিং গ্রামের মোছা. ফারহানা আক্তার ও তার ছেলে ফারহান ঢালী, উত্তর আটুলিয়া গ্রামের সেমিনা খাতুন, আশাশুনি উপজেলার হিজলিয়া গ্রামের রাবিয়া খাতুন ও রিয়াদ হাসান এবং সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের ফুলমতি খাতুন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, “ভারতের হাকিমপুর সীমান্তে বাংলাদেশি নাগরিকরা বিএসএফের হাতে আটক হন। পরবর্তীতে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিদের হন্তান্তর করেন।”

তিনি আরো বলেন, “বিজিবি ফেরত আনা নারী-পুরুষ ও শিশুদের সাতক্ষীরা থানায় হন্তান্তর করেছে। পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হন্তান্তর করা হবে।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সাতক্ষীরা সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর