এখন থেকে স্টার্টআপ উদ্যোক্তারা বাংলাদেশে তাদের ব্যবসাকে সহায়তা করার উদ্দেশ্যে দেশের বাইরে বিনিয়োগ করতে পারবেন। একজন উদ্যোক্তা বিদেশে আইনগত কোনো সত্তায় বিনিয়োগের জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার বিদেশে নিতে পারবেন। এর জন্য আর বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না। তবে বৈদেশিক মুদ্রা নিজস্ব উৎস থেকে নিতে হবে। ব্যাংক থেকে ঋণ করে বা পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে নেওয়া যাবে না। এ ছাড়া এ ধরনের কোম্পানি বিদেশি কোনো কোম্পানির সঙ্গে সোয়াপ পদ্ধতিতে শেয়ার বিনিময় করতে পারবে। 
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি না লাগলেও কোন কোন শর্তে ব্যাংকগুলো গ্রাহকের পক্ষে বিদেশে তহবিল পাঠাবে, তা প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়েছে। 

বর্তমানে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে অনুমোদনের ভিত্তিতে দেশের বাইরে বিনিয়োগ করা যায়। শুধু রপ্তানিকারক প্রতিষ্ঠান বিদেশে বিনিয়োগের আবেদন করতে পারে। বিনিয়োগ করতে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে বিদেশে বিনিয়োগ করা প্রতিষ্ঠান মাত্র ২৩টি।
স্টার্টআপ হলো নতুন এমন ব্যবসায়িক উদ্ভাবন, যেখানে প্রযুক্তির ব্যবহার থাকে। পৃথিবীর বিভিন্ন দেশ স্টার্টআপ উদ্যোগ উৎসাহিত করছে। বাংলাদেশ ব্যাংক মনে করছে, দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের বাইরে বিনিয়োগের সুযোগ দিলে তাদের মাধ্যমে দেশে বিদেশিদের বিনিয়োগ এবং বৈদেশিক মুদ্রা আসতে পারে। বিনিয়োগ সম্মেলনের ঠিক আগে এ কারণে এই উদ্যোগ নিল কেন্দ্রীয় ব্যাংক। বিদেশি বিনিয়োগ আকর্ষণে আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বিদেশি স্টার্টআপে ক্ষুদ্র বিনিয়োগের পাশাপাশি নিজস্ব শেয়ার বা সিকিউরিটিজের সঙ্গে বিদেশি কোম্পানির শেয়ার ‘সোয়াপ’ পদ্ধতির সুযোগ দেওয়া হয়েছে। সোয়াপ বা অদলবদল পদ্ধতির মাধ্যমে শেয়ার বিনিময় হবে। এতে দেশের বাইরে কোনো অর্থ নেওয়ার প্রয়োজন হবে না। বরং বিদেশিরা বাংলাদেশি কোম্পানির শেয়ার পাবেন। আর বাংলাদেশি উদ্যোক্তা পাবেন বিদেশি কোম্পানির শেয়ার। এভাবে পাওয়া শেয়ারও বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। 

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অল্প কিছু ডলার বিনিয়োগ করে বিদেশে কোম্পানির অংশীদার হওয়া সম্ভব। বাংলাদেশের মূলধনি হিসাব নিয়ন্ত্রিত থাকায় এ ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিচ্ছিল। যে কারণে প্রাথমিকভাবে ১০ হাজার ডলার পর্যন্ত বিনিয়োগ উন্মুক্ত করা হয়েছে। এর কার্যকারিতা ও সফলতার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্দিষ্ট কিছু শর্ত পালনের মাধ্যমে ব্যাংকগুলো বাইরে বিনিয়োগের অর্থ পাঠাতে পারবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে না। এতে দীর্ঘ মেয়াদে বৈদেশিক মুদ্রাপ্রবাহ বাড়বে। কেউ অপব্যবহার করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য আবেদনকারীর উদ্ভাবনী ধারণা থাকতে হবে, যা বিদেশে ব্যবসা সম্প্রসারণসহ পরে বাংলাদেশে বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে। ব্যাংকগুলোকে উদ্ভাবন, বাণিজ্যিক সম্ভাবনা, বিজনেস মডেল, দেশের সম্ভাব্য আর্থিক সুবিধা ইত্যাদি বিবেচনা করে তহবিল পাঠাতে হবে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ন য় গ কর

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু