চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিলে পড়ে উল্টে যায়। এ সময় বাসটির নিচে চাপা পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয় যাত্রী। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাসড়কের সাতকানিয়ার মৌলভির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ করিম (৪৫)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাসিমপুর বড়পাড়া এলাকার মোহাম্মদ হাসানের ছেলে। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বাসচালকের সহকারী মোহাম্মদ করিমের লাশ উদ্ধার করেন। এর আগে স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো.

আবদুল মতিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর মিনিবাসটির চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহত সহকারীর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সহক র

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ