চোর সন্দেহ শ্রমিকদল নেতাকে হত্যা: মামলা দায়ের, গ্রেপ্তার ৪
Published: 1st, April 2025 GMT
লক্ষ্মীপুরে চোর সন্দেহ চররুহিতার ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদক রাজু হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। নিহত রাজু হোসেনের স্ত্রী জোসনা আক্তার বাদী হয়ে সোমবার (৩১ মার্চ) রাতে এ মামলা করেন।
মামলায় চারজনের নাম উল্লেখ এবং ২৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজন গ্রেপ্তার হয়েছে। তারা হচ্ছে, সদর উপজেলার শাকচর এলাকার কবির হোসেন, ইব্রাহিম খলিল, লিটন হোসেন ও রেখা বেগম। গ্রেপ্তারদের মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মামলা ও গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.
আরো পড়ুন:
রাজশাহীতে চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
রাজু হোসেন চররুহিতার ৯নং ওয়ার্ড শ্রমিকদলের দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি রাজুর পুরো পরিবার বিএনপির রাজনীতির সঙ্গ জড়িত। রাতের আধারে কবির হোসেন নামে এক ব্যক্তির অটোরিকশা চুরির অপবাদ দিয়ে তাকে পিঠিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শ্রমিকদলের নেতাকর্মীরা।
মামলা সুত্রে জানা যায়, রোববার (৩০ মার্চ) রাতে সদর উপজেলার সবুজের গোঁজা এলাকায় প্রতিবেশী কবির হোসেনের ঘরে মোবাইল চার্জ দিয়ে যায় রাজু হোসেন। এ সময় রাজুকে চোর সন্দেহে আটক করে কবির হোসেন ও সহযোগীরা। এক পর্যায়ে অটোরিকশার চোর সন্দেহে কাজল কোম্পানীর ইটভাটার সামনের রাস্তায় গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়। পাশাপাশি রাতভর নির্যাতন চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোমবার সকালে রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যায়। এরপর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কবির হোসেনসহ চারজনকে আটক করে। পরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকা/লিটন/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম