রামেক হাসপাতালে চিকিৎসাধীন কয়েদির মৃত্যু
Published: 12th, April 2025 GMT
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম হাদিসুল ইসলাম (৫১)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উমরপুর শ্যামপুর মধ্যপাড়া গ্রামে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাদিসুল মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। গত বছরের ৭ জুলাই থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী পাঠানো হয়। এরপর তাকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১২ এপ্রিল) তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
আরো পড়ুন:
ছেলে সন্তানের জন্ম দিল ‘ধর্ষণের শিকার’ কিশোরী
কুষ্টিয়া মেডিকেল কলেজে রোগী ভর্তি শুরু
ঢাকা/কেয়া/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প ইনব বগঞ জ
এছাড়াও পড়ুন:
গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিলু মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, “জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ
লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত
ঢাকা/রতন/রাজীব