ঢাবিতে প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
Published: 16th, April 2025 GMT
চলমান প্লাস্টিক বর্জ্য ক্লিন-আপ প্রোগ্রামের অংশ হিসাবে তিউ পরিবেশ বিভাগ ও ইউনিডো যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট হলে যৌথভাবে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। চার সেশনে বিভক্ত ডিইউ, বুয়েট, ডিএমসিএইচ শিক্ষার্থী ও পরিবেশগত স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে অধ্যাপক ডা.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দিনব্যাপী কর্মশালায় অংশ নেন ড. আবদুল্লাহ আল মামুন, জাতীয় প্রকল্প পরিচালক, পরিবেশ অধিদপ্তর; অধ্যাপক ড. মো. রিদওয়ানুল হক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. জাকি উজ-জামান, কান্ট্রি ডিরেক্টর, ইউনিডো বাংলাদেশ; এস. এম. আরাফাত, জাতীয় বিশেষজ্ঞ, ইউনিডো বাংলাদেশ; ড. মো. কামরুজ্জামান, এনডিসি, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর; ড. ফাহমিদা খানম, অতিরিক্ত সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়; অধ্যাপক ড. ইজাজ আহমেদ, সাবেক ফ্যাকাল্টি, কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট; সুমাইয়া তাবাসসুম আহমেদ, হেড অফ , সাস্টেইনেবিলিটি, প্রাণ-আরএফএল গ্রুপ; ডা. এ.এইচ.এম. মোস্তাফা কামাল, প্রভোস্ট, ডা. ফজলে রাব্বী হল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; ড. মো. মফিজুর রহমান, প্রফেসর, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বুয়েট; এবং পরিবেশ অধিদপ্তরের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর কাজী সুমনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, “আমাদের সকলকে প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার ও পুনঃপ্রক্রিয়াকরণের মাধ্যমে টেকসই ব্যবস্থাপনার দিকে এগিয়ে আসতে হবে।” তিনি বলেন, “আমাদের সবাইকে কাজ করতে হবে আমাদের নিজেদের বাঁচানোর জন্য, কারণ এটি সমগ্র সভ্যতার টিকে থাকার প্রশ্ন।” তিনি শিক্ষার্থী পরিবেশ কর্মীদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ড. ফাহমিদা খানম উদ্বোধনী বক্তব্যে বলেন, “সরকার বা স্থানীয় সরকার এককভাবে অপচনশীল প্লাস্টিক বর্জ্য সমস্যার সমাধান করতে পারবে না। এজন্য পুরো সমাজকে বিশেষ করে তরুণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদেরই এগিয়ে আসতে হবে।” তিনি সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
ড. জাকি উজ জামান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সর্বদা তার জনসংখ্যাগত লভ্যাংশ ভোগ করে। দেশের তরুণ প্রজন্ম কেবল অর্থনৈতিকভাবেই নয়, পরিবেশগতভাবেও দেশকে উন্নত করবে। ২০২৬ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। তবে অর্থনৈতিক উন্নয়নের সর্বোত্তম সুবিধা পেতে, আমাদের পরিবেশকে নিরাপদ এবং টেকসই রাখতে হবে।
ড. মোঃ কামরুজ্জামান, এনডিসি, ডিজি, পরিবেশ অধিদপ্তর বলেন, বাংলাদেশে প্লাস্টিক বর্জ্যের মাত্র ৬০% পুনর্ব্যবহার করা হয়, ৪০% যেমন আছে তেমনই রয়ে গেছে। এগুলো নদীর স্রোতে প্রবাহিত হয়ে আমাদের পানি ও বায়ু দূষণ করে চলেছে।
প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, প্রকল্প পরিচালক, পরিবেশ অধিদপ্তর বলেন, ”সমগ্র জাতির সামাজিক-সাংস্কৃতিক যোগাযোগ ও সম্পৃক্ততার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজধানীর মধ্যে আরেকটি রাজধানী। তাই আমরা আমাদের পরিসরকে জনসাধারণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারি না। একইসঙ্গে আমাদের ক্যাম্পাসকে প্লাস্টিক বর্জ্য মুক্ত সবুজ রাখতে হবে।”
তৃতীয় অধিবেশনে ঢাবি, ঢামেক মেডিকেল কলেজ এবং বুয়েটের প্রশিক্ষণার্থী প্রতিনিধিদের উপর আলোকপাত করা হয়। ইউনিডো বাংলাদেশের জাতীয় বিশেষজ্ঞ এস.এম. আরাফাত ‘বাংলাদেশে টেকসই প্লাস্টিক ব্যবহার এবং সামুদ্রিক আবর্জনার দিকে সমন্বিত দৃষ্টিভঙ্গি’ প্রকল্পের অর্জনযোগ্য লক্ষ্যগুলি ব্যাখ্যা করেন। তিনি বলেন, আজকের প্রশিক্ষণ কর্মশালা পরিবেশ সচেতনতার সবচেয়ে প্রাসঙ্গিক উপাদান।
কক্সবাজারের ২০টি স্কুল, মাদ্রাসা এবং কলেজের অংশগ্রহণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগটি দেশব্যাপী প্রতিলিপি করা উচিত। হা ৩আর প্যাকেজের কথা পুনর্ব্যক্ত করেন যা অক্ষয়যোগ্য প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং পুনর্ব্যবহার নির্দেশ করে।
উদ্বোধনী অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম তার মূল বক্তব্যে বলেন যে, সরকার এবং স্থানীয় সরকার সংস্থাগুলি তাদের সীমিত ক্ষমতা দিয়ে অপচনশীল প্লাস্টিক বর্জ্য থেকে মুক্তি পাওয়া অসম্ভব বলে মনে হচ্ছে। সেজন্য সমগ্র সম্প্রদায়, বিশেষ করে তরুণ ছাত্র এবং স্বেচ্ছাসেবকদের আমাদের ভূপৃষ্ঠ এবং পানিকে প্লাস্টিক বর্জ্য থেকে মুক্ত রাখার বিশাল কাজে হাত দেওয়া উচিত। তিনি প্লাস্টিক বর্জ্যের পরিবেশগত ঝুঁকি মোকাবেলায় সম্মিলিতভাবে অংশগ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দেন।
অধ্যাপক ড. রেদোয়ানুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব কেবল শিক্ষা প্রদান করাই নয়, বরং তরুণ শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাও। আইবিএতে আমরা আধুনিক দৃষ্টিভঙ্গিসহ একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করছি। টেকসই পরিবেশ সংরক্ষণ করতে অবদান রেখে শিক্ষার্থীরা আমাদের গর্বিত করতে পারে।
বিশিষ্ট রাসায়নিক প্রকৌশলী এবং বুয়েটের প্রাক্তন অনুষদ অধ্যাপক ড. ইজাজ হোসেন তার সংক্ষিপ্ত গবেষণা উপস্থাপনায় প্লাস্টিক বর্জ্যের বিপদগুলি মূলত একাডেমিক ভাষায় ব্যাখ্যা করেছেন, বিশেষ করে ন্যানো-প্লাস্টিকের ট্রেস উপাদানগুলির মারাত্মক প্রভাব যা মাইক্রো প্লাস্টিকের চেয়েও বেশি ক্ষতিকারক।
প্রাণ-আরএফএল গ্রুপের সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান সুমাইয়া তাবাসসুম আহমেদ বলেন, "আমরা উদ্বেগজনকভাবে প্লাস্টিকের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে প্লাস্টিকের সাথে এক ঘন্টাও বেঁচে থাকার কথা ভাবতে পারি না। তবে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার সাথে খাপ খাইয়ে নেওয়া উচিত যাতে প্লাস্টিক বর্জ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যায় এবং ধ্বংসাত্মক মাত্রার বিপজ্জনক ঝুঁকি থেকে পরিবেশকে রক্ষা করা যায়। বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং রিসাইকেল সমাধান গ্রহণ করলে এটি অর্জন করা সম্ভব। তবে একবার ব্যবহৃত প্লাস্টিক এবং পলিথিন থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়ার অভিযান অব্যাহত রাখতে হবে।
প্রফেসর ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (একাডেমিক), ঢাকা বিশ্ববিদ্যালয় এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্লাস্টিক বর্জ্যমুক্ত, সবুজ ও পরিষ্কার ক্যাম্পাস এবং সংলগ্ন কমিউনিটি’র নেতৃত্ব দেওয়ার অঙ্গীকারের মাধ্যমে সমাপ্ত হয়।
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ব শ প ল স ট ক বর জ য ট কসই প ব যবহ র আম দ র সরক র আহম দ ইউন ড র উপর
এছাড়াও পড়ুন:
সিরাজ–কৃষ্ণাতে ম্যাচে ফিরল ভারত
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে মোহাম্মদ সিরাজের মতো আর কোনো পেসার নেই, এভাবে বলাই যায়। কারণ, সিরাজ ও ক্রিস ওকসই এই সিরিজের সব কটি ম্যাচ খেলেছেন। সেই ওকসও ওভাল টেস্টের প্রথম দিনে চোট পেয়ে টেস্ট থেকে ছিটকে গেছেন, টিকে আছেন সিরাজ।
টিকে থাকা সিরাজ কী করেছেন? গতকাল ওভাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ৮ ওভারের এক স্পেলে ফিরিয়েছেন ওলি পোপ, জো রুট, জ্যাকব বেথেলকে। এরপর আরও এক উইকেট। সিরাজকে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রসিধ কৃষ্ণা। দ্বিতীয় সেশনের শেষ ওভারে দুই উইকেটসহ তিনিও নিয়েছেন ৪ উইকেট। ভারতের ২২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ২৪৭ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ২ উইকেটে ৭৫ রান নিয়ে। দুই ‘জীবন’ পাওয়া যশস্বী জয়সোয়াল ৫১ ও আকাশ দীপ ৪ রান নিয়ে উইকেটে আছেন।
অথচ কাল প্রথম সেশন শেষে ম্যাচের চিত্র ছিল আলাদা। ইংল্যান্ড প্রথম ১৬ ওভারেই তোলে ১ উইকেটে ১০৯ রান। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৭৭ বলে গড়েন ৯২ রানের জুটি। এমন বাজবলীয় শুরুর পর চিত্র পুরোপুরি বদলে যায় দ্বিতীয় সেশনে। শুরুটা করেন কৃষ্ণা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন ক্রলি। পরের গল্পটা সিরাজের। প্রথম স্পেলে ৪ ওভারে ৩১ রান দেওয়া সিরাজকে অধিনায়ক গিল যখন বোলিংয়ে আনেন, তখন ইংল্যান্ডের রান ২৪ ওভারে ২ উইকেটে ১৪২। তিনি একে একে ফেরান দুই সেট ব্যাটসম্যান পোপ (২২), রুটকে (২৯) ও বেথেলকে (৬)। এরপর কৃষ্ণার দুই উইকেটে দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা।
আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১১ ঘণ্টা আগেলোকেশ রাহুলকে আউট করার পর অ্যাটকিনসনের আনন্দ