মহানগরী জামায়াতের সাংগঠনিক আইনজীবী থানার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত
Published: 17th, April 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সাংগঠনিক আইনজীবী থানার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নতুন কোর্ট এলাকায় হিমালয় চাইনিজ রেষ্টুরেন্টে এ ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পারিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
এসময় তিনি বলেন আইনজীবী একটি মহান পেশা এই পেশায় সৎ থাকা খুবই জরুরি, দেশের আইনে কুরআনের শাসন না থাকায় এই পেশায় সৎ থাকা দূর্লব হয়ে দাড়ায়। তবে সম্ভব। আমরা সব সময় আল্লাহর আইন ও রাসূলের দেখানো পদ্ধতিতে জীবন গড়ার চেষ্টা করবো।
এসময় তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ আইনজীবী থানার সভাপতি এড.
এছাড়া ও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এড. হাফিজ মোল্লা, এড. তমিজ উদ্দিন আহমেদ, এড. ইস্রাফিল হোসেন, এড. আকতার হোসেন, আর সামাদ মোল্লা, এড. সাইফুল ইসলাম, এড.গোলাম সারোয়ার, এড. মর্তুজা সহ আরো অনেকে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ আইনজ ব আইনজ ব অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৬ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আদেশ আগামী ৬ আগস্ট।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ আজ বুধবার এ তারিখ ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এই মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২৪ আসামি পলাতক।
আরও পড়ুনআবু সাঈদ হত্যা: ‘ঘটনাস্থলে ছিলেন না’ দাবি করে দুই আসামির অব্যাহতির আবেদন২৯ জুলাই ২০২৫আজ শুনানির সময় গ্রেপ্তার ছয়জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে এই মামলায় পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত চারজন আইনজীবী ও গ্রেপ্তার আসামিদের পক্ষের আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে দুই দিন শুনানি করেন। আর প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলায় অভিযোগ গঠনের আরজি জানান।
গত ৩০ জুন আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২৫ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।