রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তির মধ্যস্থতা থেকে সরে আসবেন ট্রাম্প
Published: 18th, April 2025 GMT
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট লক্ষণ না পেলে কয়েক দিনের মধ্যেই মধ্যস্থতার চেষ্টা থেকে সরে আসবেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।
রুবিও প্যারিসে ইউরোপীয় এবং ইউক্রেনীয় নেতাদের সাথে দেখা করার পর বলেছেন, “আমরা সপ্তাহ বা মাস ধরে এই প্রচেষ্টা চালিয়ে যাব না। তাই আমাদের এখনই খুব দ্রুত নির্ধারণ করতে হবে, এবং আমি কয়েক দিনের বিষয় নিয়ে কথা বলছি যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি সম্ভব কিনা।”
তিনি বলেন, “প্রেসিডেন্ট বিষয়টি খুবই দৃঢ়ভাবে অনুভব করেন। তিনি এর জন্য অনেক সময় ও শক্তি উৎসর্গ করেছেন.
ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হোয়াইট হাউসে তার প্রথম ২৪ ঘন্টার মধ্যে ইউক্রেনের যুদ্ধ শেষ করবেন। তিনি ক্ষমতা গ্রহণের পর অবশ্য সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি।
প্যারিস আলোচনার পর রুবিও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে কথা বলেছেন। রাশিয়ার মন্ত্রীর সঙ্গে আলোচনা গঠনমূলক ছিল বলে জানিয়েছেন তিনি।
ঢাকা/শাহেদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত