গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের কামারবাড়ী এলাকা থেকে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে গুরুতর আহত অবস্থায় ১৩ বছর বয়সী এক শিশু উদ্ধার হয়েছে। বর্তমানে সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।  

আহত ওই শিশু হাসপাতালে নিজের নাম লিপন, বাবার নাম আয়নাল ও মার নাম শিল্পী বলে জানিয়েছে। গাজীপুরের টঙ্গী এলাকায় সে থাকে বলেও জানায়। তবে, তার বিস্তারিত ঠিকানা ও পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে টঙ্গী-ভৈরব রেলরুটের কামারবাড়ী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে শিশুটি আহত হয়েছে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরো পড়ুন:

টঙ্গীর ফ্ল্যাটে ভাই-বোনকে কুপিয়ে হত্যা

ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা

কালীগঞ্জ থানার ওসি বলেন, “আমরা শিশুটির পরিচয় শনাক্তে কাজ করছি। যদি কেউ তার পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তারা যেন দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা কালীগঞ্জ থানায় যোগাযোগ করেন।”

ঢাকা/রফিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত পর ব র

এছাড়াও পড়ুন:

পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়

ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

সম্পর্কিত নিবন্ধ