চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে দেরি হওয়ায় রাফজুল হক (৬০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত রোগীর স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে মারধর করেন।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। 

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন বলেন, “জরুরি বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী চিকিৎসায় কোনো অবহেলা করেননি। অন্যায়ভাবে কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে মারধর করা হয়েছে।”

আরো পড়ুন:

সিসিটিভি ফুটেজে দেখা গেল, হাসপাতাল থেকে শিশু নিয়ে পালাচ্ছেন নারী

কালীগঞ্জে কুকুরের কামড়ে ৭ দিনে আহত অর্ধশতাধিক মানুষ

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাতে ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যান রাফজুল হক। চিকিৎসক হাবিবা সুলতানা হ্যাপি রোগীর শারীরিক অবস্থা দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন স্বজনদের। তিনি জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে রোগীকে দ্রুত ছেড়ে দিতে বলেন।

কমিউনিটি মেডিকেল অফিসার হারুন মাসুদ অন্য রোগীদের নিয়ে ব্যস্ত থাকায় রাফজুল হককে চিকিৎসা দিতে দেরি হয়। কিছুক্ষণের মধ্যে রাফজুল মারা যান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হারুন মাসুদকে মারধর করেন মারা যাওয়া রোগীর দুই ছেলে শহিদুল ইসলাম ও রবিউল ইসলাম। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

মারা যাওয়া রাফজুলের ছেলে শহিদুল ইসলাম জানান, তার বাবার চিকিৎসায় অবহেলা করা হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো চিকিৎসা দেননি জরুরি বিভাগের দায়িত্বরতরা। এ কারণেই বাবাকে হারিয়েছেন তারা। চিকিৎসক সময়মতো রোগীকে সেবা দিলে মৃত্যু হতো না।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা.

একেএম শাহাবুদ্দিন জানান, রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছিল। হাসপাতালে হঠাৎ মৃত্যুর বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন জানান, “পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/মেহেদী/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর অভ য গ স ব স থ য কমপ ল ক স ম ড ক ল অফ স র চ ক ৎসক ম রধর

এছাড়াও পড়ুন:

পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়

ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম

সম্পর্কিত নিবন্ধ