সরকারি কাজে বাধা দেওয়ায় সাংবাদিককে ১০ দিন কারাদণ্ড
Published: 22nd, April 2025 GMT
সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার তালা (সাতক্ষীরা) উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এ রায় দেন।
তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরির কাজে অনিয়ম বিষয়ে তথ্য সংগ্রহ করতে যায় রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় কথাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ ঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিন উপস্থিত হয়ে স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম বলেন, ‘‘তিনি উপজেলা কমপ্লেক্স ভবনের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কিছু বুঝে উঠার আগেই আমার মুখে ঘুষি মারেন। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতানকে ১০ দিনের সাজা দেন।’’
আরো পড়ুন:
ডেমরায় রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা, দেড় লাখ টাকা জরিমানা
নাটোরে অবৈধভাবে মাটি বিক্রি করায় জরিমানা
সাংবাদিক টিপু সুলতান বলেন, ‘‘কাজের মান খারাপ হচ্ছে¬- এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এ সময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে সহযোগিতা না করে কাছে থাকা ছাতা দিয়ে আমাকে মারতে শুরু করেন। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতি হয়।’’
তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার বলেন, ‘‘এ সময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলীকে মারধর করা হয়েছে।’’
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো.
তিনি আরো বলেন, ‘‘আমার একজন কর্মকর্তাকে মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য নিয়ে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে সাজা দেওয়া হয়েছে।’’
এ ঘটনায় কর্মরত সকল সাংবাদিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ঢাকা/শাহীন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ১০ দ ন উপজ ল
এছাড়াও পড়ুন:
গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
মুন্সীগঞ্জের গজারিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিলু মিয়া (৪২) নামের পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিলু মিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর নয়াকান্দি গ্রামের ওহিদ মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
ভবেরচর হাইওয়ে থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, “জিলু মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
আরো পড়ুন:
ঠাকুরগাঁওয়ে ট্রাক চাপায় নারী নিহত, আহত শাশুড়ি-ননদ
লোহাগড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলচালক নিহত
ঢাকা/রতন/রাজীব