আ’লীগের কার্যালয়ে অস্থায়ী ছাত্রীনিবাস
Published: 24th, April 2025 GMT
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রীনিবাস করে দেওয়া হয়েছে শান্তিগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়কে। এ নিয়ে আতঙ্কে আছেন শিক্ষার্থীরা। বৈষম্য ঘোচাতে সুষম উন্নয়নে ‘ঐক্যবদ্ধ হোন, সোচ্চার হোন’ প্রতিপাদ্য সামনে রেখে বুধবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ঘটনায় তারা অস্থায়ী ছাত্রীনিবাস অবিলম্বে জেলা শহরে স্থানান্তর করে শিক্ষার্থীদের শঙ্কা দূর করার দাবি জানান।
নতুবা সেখানে কোনো অঘটন ঘটলে দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। বক্তারা বলেন, জেলা সদর তথা শহরে নানা স্থাপনা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শান্তিগঞ্জের গ্রাম এলাকার বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা করে দিচ্ছে। ওখানকার কম সামর্থ্যবান শিক্ষার্থীরা ইচ্ছা করলে একটি টিউশনি করতে পারছেন না, যা অমানবিক।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র থেকে জানানো হয়েছে, এসব বাসাবাড়ি-স্থাপনা ভাড়া নিতে গিয়ে সরকারের অতিরিক্ত টাকা ব্যয় দেখানো হচ্ছে এবং অর্থেরও নয়ছয় হচ্ছে। এ ছাড়া বর্তমান উপাচার্যের আর্থিক অনিয়ম তদন্তের দাবিও তোলেন বক্তারা।
সভার সূচনা বক্তব্যে কথা বলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী সমাপনী বক্তব্যে বলেন, যে আন্দোলনের সূচনা করেছেন তারা এটা কোনো আঞ্চলিক আন্দোলন নয়, এটা সুনামগঞ্জ জেলা সদর তথা জেলা শহরসহ সমগ্র জেলাবাসীর আন্দোলন। অতীতে সর্বদলীয় রাজনীতির ঐকতান হিসেবে ঐতিহ্য রক্ষার পরম্পরায় একাত্ম হয়েছি।
বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক হুমায়ুন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রবিউল লেইস রোকেস, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুর রব, বিশ্বম্ভরপুর প্রেস ক্লাবের সভাপতি স্বপন বর্মণ, তাহিরপুর উপজেলা জামায়েতের নেতা শফিকুল ইসলাম, দিরাই উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির, শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি জেলা বিএনপির স্বাক্ষর প্রদানকারী সদস্য আবদুল হক, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মহিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রবিউল লেইস রোকেস, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শামছুদ্দিন আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুক আলম, সাবেক সিভিল সার্জন ডা.
উৎস: Samakal
কীওয়ার্ড: স ন মগঞ জ স ন মগঞ জ ব এনপ র উপজ ল
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক