রাজশাহীতে ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের খাপড়া ওয়ার্ডের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করার মাধ্যমে দিবসটি পালন করে বাংলাদেশের কমিনিষ্ট পার্টির (সিপিবি) জেলা ও মহানগর কমিটি।

এসময় উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ডা. এফএম ফজলুর রহমান, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলির সদস্য রাগিব হাসান মুন্না, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আফতাম হোসেন, নগর কমিটির সদস্য রতন কুমার ভট্টাচার্য, আইয়ুব হোসেন খান, মনিরুল ইসলাম প্রমুখ।

তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

১৯৫০ সালের এই দিনে কারাগারের খাপড়া ওয়ার্ডে বন্দীদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে সাতজন শহীদ হন। আহত হন ৩২ জন। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।

ঢাকা/কেয়া/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ