সাবেক এমপি সারওয়ার কবীরের ২ দিন রিমান্ড মঞ্জুর
Published: 24th, April 2025 GMT
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারওয়ার কবীরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে গাইবান্ধা সদর আমলী আদালতে হাজির করে প্রথমে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরজ্জামান। পরে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.
আরো পড়ুন:
শিবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
গাজীপুরে পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক জানান, বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় অনেক আসামি এখনো বাইরে। আসামিদের কে, কোথায় আছে এবং সেদিনের বিস্ফোরিত ককটেলের উৎস কোথায়, এসব বিভিন্ন বিষয়ে জানতে শাহ সারওয়ার কবীরের রিমান্ড মঞ্জুর জরুরি ছিল। আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
আসামিপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জানান, রিমান্ডের বিরোধিতা ও সাবেক এমপির জামিন প্রার্থনা করা হলে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। তারা এখন উচ্চ আদালতে আবেদন করবেন।
গত ১৫ এপ্রিল রাতে দিনাজপুর জেলা শহরের ঈদগা আবাসিক এলাকায় ভগ্নিপতির বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় শাহ সারওয়ার কবীরকে গ্রেপ্তার করে দিনাজপুর পুলিশ। পর দিন আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
শাহ সারওয়ার কবীর গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা/মাসুম/বকুল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক