গ্যাস সিলিন্ডার লিকেজের আগুনে তরুণীর মৃত্যু, দগ্ধ আরেক বোন হাসপাতালে
Published: 29th, April 2025 GMT
নীলফামারীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এতে দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই তরুণীর আরেক বোন।
এর আগে আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে নীলফামারী সদরের উত্তরা ইপিজেড মোড়ের হাজিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম সুইটি আখতার (২২)। এ দুর্ঘটনায় তাঁর ছোট বোন তাজনিমা আখতার (২০) দগ্ধ হয়েছেন। তাঁরা নীলফামারীর ডোমার উপজেলার হরিণ চওড়া ইউনিয়নের বাসিন্দা ও নীলফামারী সরকারি মহিলা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। তবে ইপিজেড এলাকায় একটি কারখানায় চাকরি করতেন তাঁরা।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে রান্না করছিলেন সুইটি। এ সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে দুই বোন দগ্ধ হন। স্থানীয় ব্যক্তিরা ঘরের দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে পাঠায়। সেখানে থেকে তাঁদের স্থানান্তরিত করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শাহীন শাহ বলেন, দুই বোনের শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে গেছে। এর মধ্যে একজন আজ বেলা দেড়টার দিকে মারা যান। অন্যজনের অবস্থাও আশঙ্কাজনক।
আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, দগ্ধ দুই বোনের মা ফাতেমা বেগম হাউমাউ করে কাঁদছেন। সেখানেই কথা হয় দুই বোনের সহকর্মী সাজু শেখের সঙ্গে। সাজু প্রথম বলেন, সুইটি-তাজনিমারা তিন বোন ও এক ভাই। বড় ভাইয়ের মানসিক সমস্যা আছে। সুইটি চাকরি করে পড়ালেখার পাশাপাশি পরিবার চালাতেন। দুই মাস আগেই সেখানে কাজ করতে গিয়েছিলেন ছোট বোন তাজনিমা। একসঙ্গে পড়াশোনা করতেন দুইবোন। তাঁদের অনেক স্বপ্ন ছিল। আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিলাসবহুল প্রমোদতরিতে খুন, এরপর...
গল্প যখন জাহাজের রহস্যময় খুন, তখন সবার আগে মাথায় আসে ১৯৭৮ সালের ‘ডেথ অন দ্য নাইল’-এর কথা। ১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাস্ট অব শিলা’ সিনেমাটিও এগিয়ে থাকবে এদিক দিয়ে।
তবে রুথ ওয়ারের উপন্যাসভক্তদের জন্য নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি হতে পারত এমনই এক অভিজ্ঞতা। রুথের উপন্যাস ‘দ্য ওমেন ইন কেবিন ১০’ থেকে অনুপ্রাণিত হয়ে নেটফ্লিক্সে এসেছে একই নামের নতুন সিনেমা। তবে সাইমন স্টোন পরিচালিত সিনেমাটির শুরুটা আশা জাগানিয়া হলেও শেষপর্যন্ত রোমাঞ্চ ধরে রাখতে পারেনি।
লন্ডনের এক খ্যাতিমান অনুসন্ধানী সাংবাদিক লরা ব্ল্যাকলক (কিরা নাইটলি)। তিনি একটি হাইপ্রোফাইল অ্যাসাইনমেন্টের কাজ করছিলেন। কিন্তু তাঁর সোর্সকে হত্যা করা হয়। এ ঘটনার জন্য তিনি কাজে ফিরে এসেও ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি হঠাৎই তিন দিনের সমুদ্রযাত্রার আমন্ত্রণ পান। নরওয়েজীয় এক বিলিয়নিয়ার দম্পতি অ্যান লিংস্টাড (লিসা লোভেন কংসলি) ও তাঁর স্বামী রিচার্ডের (গাই পিয়ার্স) দাতব্য সংস্থার উদ্বোধনী অনুষ্ঠান কাভার করার জন্য তাঁকে আমন্ত্রণ জানান। কাজ ও ছুটি কাটানোর এমন দারুণ সুযোগ লুফে নেন লরা।
‘দ্য ওমেন ইন কেবিন ১০’ –এর দৃশ্য। নেটফ্লিক্স